Ashoknagar Police : স্কুলে যেতে গিয়ে নিখোঁজ ৩ ছাত্রী! মোবাইল বন্ধ, হন্যে হয়ে খুঁজছে পুলিশ – ashoknagar police searching for three minor girls who are missing for last three days


পরীক্ষা দিতে যাওয়ার কথা বাড়িতে জানিয়ে স্কুলের উদ্দেশে বেরিয়েছিল তিনজনেই। স্কুলের পোশাক পরেই বাড়ি থেকে বের হয় তিন ছাত্রী। কিন্তু সেই শেষ। এরপর তাঁরা তিনজনেই আর স্কুল যায়নি বলে দাবি। বিগত প্রায় ৩ দিন ধরে নিখোঁজ তিন নাবালিকা। ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানা এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

কী জানা যাচ্ছে?

জানা গিয়েছে, হাবরা কামিনী কুমার গার্লস স্কুলের অষ্টম শ্রেণির ওই তিন ছাত্রী হল গত এক তারিখ থেকে নিখোঁজ বলেই জানান পরিবারের সদস্যরা। অশোকনগর থানার অন্তর্গত বনবনিয়া এলাকায় এক ছাত্রীর বাড়ি, অপর দুই ছাত্রীর বাড়ি হাবরা থানার অন্তর্গত তেতুলতলা রেল বাজার ও কামনী কুমার স্কুলের কাছেই বলে জানা গিয়েছে।

কী করে নিখোঁজ তাঁরা?

বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য আসলেও পরীক্ষা না দিয়ে তারা বেরিয়ে যায় বলে স্কুলের তরফ থেকে জানানো হয়েছে। এরপর দীর্ঘ সময় যাত্রীদের খোঁজে আশপাশের এলাকায় খোঁজখবর করলেও কোনও খোঁজ না মেলায় অবশেষে অশোকনগর ও হাবরা থানার দারস্থ হয় পরিবার। তিনজনের নামে নিখোঁজ ডায়েরি করা হয়েছে।

পুলিশ কী জানাল?

পুলিশের তরফ থেকে পরিবারকে জানানো হয়, মোবাইল সিমের লোকেশন অনুযায়ী তারা প্রথমে নদিয়ার শান্তিপুরের পালপাড়ায় ও পরে কলকাতায় দেখাচ্ছে। কিন্তু তারপর থেকে আর মোবাইল ট্রেস করা সম্ভব হয়নি ফোনটি বন্ধ থাকার কারণে। ইতিমধ্যেই মেয়েদের হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে তিন পরিবারের সদস্যরাই। প্রশাসনের দারস্থ হলেও এখনও অবধি কোনও খোঁজ দিতে পারেনি প্রশাসন বলেই জানান পরিবারের সদস্যরা। কোনওরকম অপহরণের ফোন আসেনি বলেও তিন পরিবারের তরফ থেকে জানানো হয়। তবে কি কারণে নিরুদ্দেশ হল তারা! নাকি তাদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে জেলা পুলিশ।

Uttar 24 Parganas News : পরীক্ষা হলে মোবাইল কেড়ে নেওয়ায় তাণ্ডব! পড়ুয়াদের হাতাহাতিতে মৃত্যু শিক্ষাকর্মীর, মর্মান্তিক ঘটনা দত্তপুকুরে
উল্লেখ্য, গত জুলাই মাসে উত্তর ২৪ পরগনা জেলার মন্দিরবাজার থানা এলাকার পূর্ব মল্লিকপুরে একই ধরনের ঘটনা ঘটেছিল। বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় দুই নাবালিকা। নিখোঁজ হওয়ার পরেই মন্দির বাজার থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে ওই দুই ছাত্রীর পরিবারের সদস্যরা। একের পর এক নাবালিকা নিখোঁজের ঘটনায় চিন্তিত পরিবারের সদস্যরা। পুলিশের কাছে তাঁদের পরিবারের মেয়েদের খুঁজে দেওয়ার আর্জি জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *