Jyotipriya Mallick : জ্ঞান হারাচ্ছেন জ্যোতিপ্রিয়, সিসিটিভিতে নজর ইডি-র – jyotipriya mallick is on cctv monitoring in cardiology department of sskm hospital


এই সময়: ইডির বিশেষ আদালতের নির্দেশে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কেবিনে সিসিটিভি মনিটরিংয়ে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ওই সিসিটিভির লিঙ্কের মাধ্যমে অভিযুক্তের কেবিনে কারা, কখন ঢুকছেন, তা দেখতে পাবেন ইডি আধিকারিকেরা। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তার করে ইডি। দু’দফায় হেফাজতে পাওয়ার পর, প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে ঠাঁই হয় জ্যোতিপ্রিয়র। তবে সেখানে অসুস্থ হয়ে পড়ায়, জেল হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, জ্যোতিপ্রিয়র রক্তচাপ খুব দ্রুত ওঠানামা করছে। মাঝে মাঝে জ্ঞানও হারাচ্ছেন তিনি। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখছেন, সেটা রক্তচাপে ওঠাপড়ার জন্য নাকি মাঝেমধ্যে সুগার কমে যাওয়ার জন্য। আজ, সোমবার তাঁর রক্তের কয়েকটি রুটিন পরীক্ষা হতে পারে। যদিও মন্ত্রীর হার্টের অবস্থা স্বাভাবিক রয়েছে বলেই মেডিক্যাল বোর্ড সূত্রে খবর।

Jyotipriya Mallick : পিজিতে বালুর কেবিনে ক্যামেরায় নজরদারি, ফুটেজ দেখবে ইডিও!
কার্ডিওলজি বিভাগের কেবিনের বাইরে লাগানো রয়েছে দু’টি সিসিটিভি ক্যামেরা। সেই ক্যামেরার ফিড পাবেন তদন্তকারীরাও। সম্প্রতি ইডি আদালতে দাবি করে, হাসপাতালে জ্যোতিপ্রয়কে যেখানে রাখা হয়েছে, সেখানে যাতে অন্য কেউ ডিজিটাল ডিভাইস নিয়ে ঢুকতে না পারেন। তা নিশ্চিত করা প্রয়োজন। ওই জায়গায়টি সিসিটিভি-র নজরদারির আওয়াত আনা দারকার। সিসিটিভির লিঙ্ক শেয়ার করতে হবে তদন্তকারী অফিসারকে। আদালত সেই আবেদন মঞ্জুরও করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *