Kolkata To Darjeeling,মাত্র ৩০০ টাকায় কলকাতা থেকে দার্জিলিং, গল্প নয় সত্যি! প্ল্যানের হদিশ এই সময় ডিজিটালে – cheapest way to reach kolkata to darjeeling


কলেজ বা ইউনিভার্সিটিতে পড়েন? ইচ্ছে আছে ষোলোআনা কিন্তু পাহাড়ে যাওয়ার মতো টাকা হাতে নেই। কুছ পরোয়া নেহি! এই শীতে কম খরচে কী ভাবে ঘুরে আসবেন দার্জিলিং, তারই এক অভিনব পন্থা বাতলে দিচ্ছে এই সময় ডিজিটাল। শুধু কলেজ পড়ুয়ারা নন তার সঙ্গে মধ্যবিত্তদের জন্যও বাড়তি একটাকা কাউকে না দিয়ে দার্জিলিং পৌঁছনোর উপায় জানানো হল এই প্রতিবেদনে।

কী ভাবে কম খরচে পৌঁছবেন?

  • শিয়ালদা থেকে NJP-র যেকোনও ট্রেনের জেনারেল কামরায় উঠে পড়ুন। খরচ, ১৮৫ টাকা।
  • নেমে যান নিউ জলপাইগুড়ি স্টেশন।
  • NJP স্টেশন থেকে তেনজিং নোরগে বাসস্ট্যাণ্ডের মাত্র দূরত্ব ৫-৬ কিলোমিটার।
  • চাইলে হেঁটে চলে যেতে পারেন।
  • অথবা NJP স্টেশনে নামার পর সিটি অটো কিংবা টোটোয় বাস স্ট্যান্ড পৌঁছন, ভাড়া পড়বে ২০-৩০ টাকা।
  • এছাড়া শিলিগুড়ি জংশন স্টেশনে নামলে সেক্ষেত্রে মাত্র ২ মিনিট হেঁটেই স্টেশন থেকে বেরিয়ে বাসস্ট্যাণ্ডে পৌঁছে যেতে পারবেন।
  • সব থেকে কম খরচে দার্জিলিং যেতে চাইলে একমাত্র উপায় বাস।
  • আবার দার্জিলিং বাসস্ট্যাণ্ড থেকেও বাসেই শিলিগুড়ি নামতে পারবেন।
  • রোজ সকাল সাড়ে ৬ টা থেকে বেলা ১২ টা অবধি বাস পাবেন।
  • আগে থেকে টিকিট বুকিং সেন্টার থেকে টিকিট কেটে বাসে উঠতে পারবেন। মাথাপিছু ভাড়া ১০৫ টাকা।
  • সব মিলিয়ে খরচ ৩০৫ টাকা।

*শুধু ছাত্র ছাত্রীরা নয়, এই ভাবে কিন্তু যে কেউ সামান্য খরচে ঘুরে আসতে পারেন দার্জিলিং।

NBSTC.

এই বাসেই চলে যেতে পারবেন দার্জিলিং। নিজস্ব চিত্র।

Darjeeling Tax: দার্জিলিঙে এখনই নয় পর্যটক কর, পুরোটাই ‘পরিকল্পনা স্তরে’ জানাল পুরসভা

north bengal

নিজস্ব চিত্র।

বিকল্প উপায়?
অনেকেই রয়েছেন যাঁদের বাস সফর ভাল লাগে না। শেয়ার ট্যাক্সি কিংবা গাড়ি ভাড়া করে দার্জিলিং যেতে চান। সেক্ষেত্রে শেয়ার ট্যাক্সিতে গেলে মাথাপিছু ৪৫০-৫০০ টাকা ভাড়া পড়বে। অন্যদিকে, গাড়িভাড়া করে গেলে সেক্ষেত্রে ছোট গাড়ির ক্ষেত্রে ৩০০০ টাকা ও বড় গাড়ির ক্ষেত্রে ৫০০০ টাকা ভাড়া। এনজেপি স্টেশনের বাইরে থেকেও গাড়ি ভাড়া করতে পারবেন। এছাড়াও শিলিগুড়ি জংশন, দার্জিলিং মোড়, মহাত্মা গান্ধী মোড়(এয়ারভিউ) এর কাছ থেকেও দার্জিলিং যাওয়ার গাড়ি পেয়ে যাবেন।

দার্জিলিঙের হোটেল – হোম স্টের নম্বর জানতে ক্লিক করুন

সরকারি কিছু ট্যুরিস্ট লজ সম্পর্কে তথ্য

সরকারি লজ ফোন নম্বর
দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল +91 354 2252813
দার্জিলিং ট্যুরিস্ট লজ +91 354 2254411/12/13

দার্জিলিঙে চাইলে আপনি সস্তার হোটেলেও থাকতে পারবেন। সেক্ষেত্রে ভাড়াও হবে হাতে গোনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *