Madan Mitra : বুকে ব্যথা-শ্বাসকষ্ট, SSKM-এ ভর্তি মদন মিত্র – madan mitra tmc mla admitted to sskm hospital due to breathing problem


অসুস্থ তৃণমূল বিধায়ক মদন মিত্র। ভর্তি করা হল এসএসকেএম হাসপাতালে। সোমবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে। তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কী জানা যাচ্ছে?

সোমবার রাতে গুরুতর অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। এদিন রাত সাড়ে আটটা নাগাদ বুকে ব্যথা ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেয় তাঁর। এরপর তিনি অসুস্থতা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে আসেন। চিকিৎসকরা শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। এক্স-রে, ট্রপ-টি, ব্লাড টেস্ট-সহ একগুচ্ছ পরীক্ষা করা হয় তাঁর। অবস্থা বুঝে দেরি না করে তাঁকে হাসপাতালে ভর্তি করে নেন চিকিৎসকরা। শেষ খবর, আপাতত উডবার্ন ব্লকে চিকিৎসাধীন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মদন মিত্রের অবস্থা স্থিতিশীল। ২০৬ নম্বর কেবিনে রাখা হয়েছে অসুস্থ বিধায়ককে।

হাসপাতাল সূত্রে কী খবর?

বিগত কয়েকদিনে জেলায় জেলায় বিভিন্ন দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। রবিবারও কর্মসূচি ছিল তাঁর। রবিবার হলদিয়ার ক্ষুদিরাম মেলার উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। এরপর সোমবার সকালে বিধানসভায় গিয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। রাজ্য বিধানসভায় শীতকালীন অধিবেশন যোগ দিয়েছিলেন তিনি।
বিধানসভা সূত্রে খবর, অধিবেশন চলাকালীন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন তখন মদন মিত্রকে খানিক কাশতে দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রীকে তাঁকে জিজ্ঞাসা করেন কী হয়েছে? সেই সময়ই মদন মিত্র তাঁকে জানিয়েছিলেন তাঁর ঠান্ডা লেগেছে।

Madan Mitra on Saugata Roy : ‘অতি ভক্তি চোরের লক্ষণ…’, ফের মদন বাণে বিদ্ধ সৌগত
পরে জানা যায়, বিধায়কের বাড়িতে কাশি ক্রমশ বাড়তে থাকে। এর সঙ্গে সঙ্গে শ্বাসকষ্টও শুরু হয়। এরপরেই মদনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে পরীক্ষা করানো হয়। তাঁর স্বাস্থ্যের একাধিক পরীক্ষা করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকরা মদন পরীক্ষা করে জানিয়েছেন তাঁর বুকে ঠান্ডা লেগে সর্দি জমেছে। সেই কারণে তাঁর শ্বাসকষ্টের কিছু পরীক্ষা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *