Radhikapur Express Accident : ‘প্রচণ্ড শব্দ…বেরিয়ে দেখি ইঞ্জিনে জ্বলছে আগুন’, ভয়ঙ্কর অভিজ্ঞতা রাধিকাপুরের যাত্রীদের – radhikapur express train accident experience shared by the passengers


রাত তখন ১টা বেজে একত্রিশ মিনিট। হঠাৎ প্রচণ্ড আওয়াজ এবং ঝাঁকুনির সঙ্গে জোরে ব্রেক কষে দাঁড়াল ট্রেন। নিজেদের সিট থেকে সকলেই অনেকটা লাফিয়ে উঠেছে। কেউ কেউ পরেও গিয়েছেন। এরপর অন্ধকারের মধ্যে বাইরে বেরিয়ে দেখি দাউদাউ করে জ্বলছে ইঞ্জিন। ভয়াবহ রবিবারের রাতের ঘটনা শেয়ার করলেন রাধিকাপুর এক্সপ্রেসের যাত্রীরা।

বাড়ি ফিরলেন যাত্রীরা

বিভীষিকাময় রাত কাটিয়ে অবশেষে বাড়ি ফিরলেন রাধিকাপুর এক্সপ্রেসের যাত্রীরা। সোমবার বিকেল ৪.৩০ নাগাদ রায়গঞ্জ রেল স্টেশনে এসে পৌঁছয় রাধিকাপুর এক্সপ্রেস। যদিও ক্ষতিগ্রস্ত ইঞ্জিন এবং বগি বাদ দিয়ে। সামান্য কয়েকটি বগি নিয়ে স্পেশালভাবে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের যাত্রীদের নিয়ে রায়গঞ্জ স্টেশনে পৌঁছায় ট্রেনটি। সুস্থভাবে বাড়ি ফিরতে পেরে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেন যাত্রীরা।

দুর্ঘটনার কবলে ট্রেন

উল্লেখ্য, কলকাতা থেকে রাধিকাপুর গামী ১৩১৪৬ রাধিকাপুর এক্সপ্রেস মুর্শিদাবাদ জেলার বল্লালপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। বালি বোঝাই একটি লরি হঠাৎই রেল লাইনে চলে আসায় দুর্ঘটনার কবলে পরে রাধিকাপুর এক্সপ্রেস। মূলত, ফরাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে গড়িয়ে রেললাইনে নেমে আসে বালি বোঝাই ওই লরি। সে সময় ওই লাইনেই চলে আসে রাধিকাপুর এক্সপ্রেস। ট্রেনের চালক লাইনের উপর লরি দেখে এমারজেন্সি ব্রেক কষায় ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে কোনওরকম রক্ষা পায় রাধিকাপুর এক্সপ্রেস। তবে এমারজেন্সি ব্রেক কষায় রাধিকাপুর এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। রবিবার রাত দেড়টা নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কার বল্লালপুরের ব্রিজের নীচে রেললাইনে উপর ঘটনাটি ঘটে।

রেল কী জানাল?

রেল সূত্রে জানা গিয়েছে, আপ রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটি রবিবার সন্ধ্যায় কলকাতা থেকে ছেড়ে রাধিকাপুর যাচ্ছিল। দুর্ঘটনার পর স্থানীয় মানুষ ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। তবে হতাহতের কোনও খবর নেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রেনের সমস্ত যাত্রীই নিরাপদে রয়েছেন। লরির চালক ও খালাসি গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নেমে যাওয়ায় নিরপদেই রয়েছে। সোমবার সকালে দুর্ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও নিউ ফরাক্কা জিআরপি থানার পুলিশ। দুর্ঘটনাস্থলে ছিলেন রেলের আধিকারিকরাও। লাইন থেকে দুর্ঘটনাগ্রস্ত ইঞ্জিন সরানোর কাজ শুরু হয়। পরবর্তী সময়ে অতিরিক্ত একটি ইঞ্জিন এনে আপ রাধিকাপুর এক্সপ্রেসকে গন্তব্যস্থলে নিয়ে আসা হয়।

Train Accident in Farakka : রেললাইনে আচমকা লরি, ফরাক্কায় দুর্ঘটনার কবলে উত্তরবঙ্গগামী এক্সপ্রেস
কী জানালেন যাত্রীরা?

রেল যাত্রী পাপড়ি সাহা, ‘আমরা খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। রাতের বেলা এরকম একটা দুর্ঘটনা ঘটার সবাই আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছিল। তবে রেল অনেকটা সাহায্য করেছে। ‘ ওই ট্রেনে থাকা যাত্রীরা জানান, আপ রাধিকাপুর এক্সপ্রেস কলকাতা থেকে রাধিকাপুর যাচ্ছিল। ফরাক্কার বল্লালপুরে আচমকা রেললাইনের উপর চলে আসে একটি লরি। তাই দেখে দ্রুত এমারজেন্সি ব্রেক কষেন রাধিকাপুর এক্সপ্রেসের চালক। এমারজেন্সি ব্রেক ধরায় আগুন ধরে যায় রেলের ইঞ্জিনে। দাউদাউ করে জ্বলতে শুরু করে রাধিকাপুর এক্সপ্রেসের ইঞ্জিন। অপরদিকে, লরির চালক ঘুমিয়ে যাওয়ায় বা গাড়ির ব্রেক ফেল হওয়ায় গাড়িটি জাতীয় সড়ক থেকে গড়িয়ে রেল ট্র্যাকে চলে আসে বলেই প্রাথমিক অনুমান রেল আধিকারিকদের ৷ তবে লরির চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও হতাহতের ঘটনা না হওয়ায় অনেকটাই স্বস্তিতে ছিলেন যাত্রীরা। দুর্ঘটনার পরে অবশ্য রেলের পরিষেবাকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *