Sukanta Majumdar Hope For Better Result In West Bengal At Lok Sabha Election 2024


তিন রাজ্যের ফলাফলে আপাত স্বস্তি বঙ্গ বিজেপিতে। ভিন রাজ্যের সাফল্যের নাম ভাঙিয়ে বঙ্গেও আগামী নির্বাচনে মাত করতে চাইছে গেরুয়া শিবির। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের ফলাফল এ রাজ্যের বিজেপিকেও যথেষ্ট ‘অক্সিজেন’ জোগাবে বলেই মনে করছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

কী বললেন রাজ্য সভাপতি?

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন জানান, তিন রাজ্যের ফলাফল বিপুল অক্সিজেন দিয়েছে ইতিমধ্যেই ২৯ তারিখ অমিত শাহজি প্রথম ডোজ দিয়ে গেছে দ্বিতীয় ডোজ কালকে পেলাম আমরা, কোভিদের ডোজ কমপ্লিট। এবার বুস্টার ডোজ নিয়ে আমরা নেমে পড়ব। ২৪ এর নির্বাচনে দারুণ ফলাফল হবে।

লোকসভায় কেমন প্রভাব?

সুকান্ত মজুমদারের মতে, যদি আমরা সিটের পার্সেন্টেজে দেখি যে কটা সিট কংগ্রেস জিতেছে লোকসভাতে বিধানসভার নিরিখে তার থেকে বেশি সিট আমরা জিতব। গতবার আমাদের সরকার যে জায়গায় ছিল যেমন রাজস্থানে ছিল সেখানে স্লোগান উঠেছিল মোদী তুঝসে বের নেহি, বসুন্ধরা তেরা খেয়ের নেহি। এবার একদম উল্টো। আমাদের সরকার নেই, নতুন সরকারে এলাম। স্বাভাবিকভাবেই সরকার বিরোধী কোন মনোভাব নেই। ফলে নরেন্দ্র মোদী বিপুল আসন নিয়ে এগোবে।

রাজ্যের প্রকল্প নকল

অনেকেরই মতে, রাজ্যের জনহিতকর প্রকল্পগুলির নকল করে ভিন রাজ্যে বিজেপি জেতার হাতিয়ার তৈরি করেছে। এই ধারণা সম্পূর্ণ ভুল বলেই জানান বিজেপি সাংসদ। তাঁর কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছেন লক্ষী ভাণ্ডার। তার অনেক আগে থেকে মধ্যপ্রদেশে ‘লাডলি বেহেনা’ চলে এবং তার টাকার পরিমানও বেশি, ১২০০-র উপরে দেওয়া হয়। সুকান্ত বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বেশি এগিয়ে আছে অন্যান্য রাজ্যগুলো এরকম জনহিতকর প্রকল্পে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এলে আমরাও এই প্রকল্পগুলো এগিয়ে নিয়ে যাব। জনদরদী প্রকল্প করবেন বলে শিল্পায়ন করবেন না তা তো নয়।’

Election Result 2023 : ‘সবে ঝড়, লোকসভায় মোদী সুনামি!’ মন্তব্য শুভেন্দুর, হাওড়া-আসানসোলে অকাল হোলি
পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে যোগ দিতে সবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। সেখানেই কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে গড়ে ওঠা ইন্ডিয়া জোট প্রসঙ্গে সুকান্ত জানান, ইন্ডিয়া জোটের না অতীত ছিল, না বর্তমান আছে, না ভবিষ্যৎ আছে। অতএব এই জোট নিয়ে মাতামাতি করে লাভ নেই। আগামী ৬ ডিসেম্বর জোটের বৈঠক ডাকা হয়েছে। সুকান্ত কটাক্ষ করে বলেন, ‘যাবে খাবে দাবে একটু আনন্দ করবে, সব পার্টি গুলো তো পারিবারিক পার্টি, নিজের পরিবারের মুখ দেখতে দেখতে বোর হয়ে যায়, তখন একটু পার্টি ডাকে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *