Trinamool Congress : ‘দেখলেই মাথাটা ন্যাড়া করে দিন…’, তৃণমূল নেতার মন্তব্যে তুমুল বিতর্ক – birbhum trinamool congress leader babu das threatens bjp workers


লোকসভা নির্বাচনে এগিয়ে আসছে। বছর ঘুরলেই দিল্লির কুর্সি দখলের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে সব রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই বিভিন্ন ইস্যুতে তরজায় জড়াচ্ছে শাসক ও বিরোধীরা। আর এই আবহেই বিজেপি কর্মীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল নেতা। দলীয় মিছিল শেষের পর প্রকাশ্য সভা থেকে বিজেপি কর্মীদের মাথা ন্যাড়া করে দেওয়ার নিদান দেন তৃণমূল নেতা বাবু দাস। আর এই ঘটনায় বীরভূম জেলায় ছড়িয়েছে চাঞ্চল্য। ঠিক কী ঘটনা বীরভূমে?

বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার

১০০ দিনের কাজের টাকা ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে রবিবার বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত রুপপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের প্রতিবাদ মিছিল হয় । আর সেই মিছিলে উপস্থিত ছিলেন বোলপুর শ্রীনিকেতন ব্লকের তৃণমূল নেতা বাবু দাস। মঞ্চ বক্তব্য রাখার সময় বিতর্কিত মন্তব্য করেন তিনি।

দলেরই বিধায়কের দিকে আঙুল নিহত তৃণমূল নেতার স্ত্রীর

তৃণমূল নেতা বলেন, ‘মা বোনদের বলব, যদি ১০০ দিনের কাজের টাকা না পেয়ে থাকেন, যদি কোনও বিজেপি নেতাকর্মী আসে, তার মাথাটা ন্যাড়া করে দিন। রাস্তায় দাঁড় করিয়ে ভান্ডারী ডেকে তাঁর মাথাটা ন্যাড়া করে ঘোল ঢেলে দিন। বলো হরি হরি বোল বলে পাড়া থেকে তাড়িয়ে দিন।’ এখানেই থেমে থাকেননি তৃণমূল নেতা। তিনি আরও বলেন, ‘গ্রামে যখন চোর ধরা পড়ে, তখন গ্রামের মানুষরা বলেন চোর ধরা পড়েছে যখন মাথা ন্যাড়া করে দে। সেই কারণে আমিও যাঁরা ১০০ দিনের টাকা চুরি করেছে তাঁদের ন্যাড়া করে দেওয়ার নির্দেশ দিয়েছি।’

Civic Volunteer Job : সিভিক ভলান্টিয়ারের চাকরি করে দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ, অভিযুক্ত তৃণমূল নেতা
তৃণমূলকে নিশানা বিজেপির

তৃণমূল নেতার এই মন্তব্য নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। এই নিয়ে শাসক শিবিরকে নিশানা করেছে বিজেপি। বোলপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা বলেন, ‘তৃণমূল নেতারা কি নাপিত গেলেন? বিজেপির কর্মীদের ন্যাড়া করে দেওয়ার হুমকি দিচ্ছেন। এই সব কথা গুরুত্ব দেওয়ার কোনও দরকার নেই। তিন রাজ্যের নির্বাচনের ফলাফল থেকে এটা প্রমাণিত যে দিন দিন মানুষের আস্থা নরেন্দ্র মোদীর উপর বাড়ছে। তৃণমূল নেতারা এতদিন যে দুর্নীতি করেছেন, এবার উচিত তার প্রায়শ্চিত্ত করা এবং মানুষের মতো চলা ফেরা করা। কারণ তৃণমূল মানেই চোর, এটা বাংলার সব মানুষ জেনে গিয়েছে। মানুষ রাস্তায় নেমে এই সব নেতাদের গণপিটুনি দিলে অবাক হব না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *