রাজ্য মন্ত্রিসভার বৈঠকে , পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় শিল্প গড়ার জন্য পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে রাজ্য সরকার ১ টাকা মূল্যে ৩৫০ একর জমি লিজ় দেবে বলে জানা গিয়েছে। আগামী দিনে সৌরভের সংস্থাকে দেওয়া হতে পারে সেই জমি বলে খবর। শালবনীতে জিন্দালদের পরিত্যক্ত জমিতে তিনি একটি ইস্পাত কারখানা তৈরি করবেন
Source link
