Chinsurah Municipality : পুরসভা থেকে কম্পিউটার চুরি! নিয়োগ দুর্নীতির তথ্য ছিল, দাবি বিজেপির – hooghly chinsurah municipality computer allegedly theft police starts probe


শিক্ষক থেকে পুরসভায় নিয়োগ, একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। তদন্তে নেমেছে ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলি। ইতিমধ্যেই গ্রেফতারির মুখে পড়েছেন শাসকদলের একাধিক নেতা-মন্ত্রী। এই অবস্থায় পুরসভার যুব কল্যাণ দফতরের কম্পিউটার চুরির অভিযোগ ঘিরে সরগরম হুগলি জেলা। পরিকল্পিতভাবে এই চুরি অভিযোগ বিজেপির।

পুরসভার কম্পিউটার চুরি!

হুগলির চুঁচুড়া পুরসভার যুব কল্যাণ দফতরের কম্পিউটার চুরি হয় গত ২৮ নভেম্বর। সেই ঘটনায় এখনও অবধি কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুরসভার কম্পিউটার চুরির পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ। তথ্য লোপাট করার জন্য পরিকল্পনা করে এই কাজ করা হয়েছে। এমন অভিযোগে চুঁচুড়া ঘড়ির মোড় থেকে মিছিল করে চুঁচুড়া থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।

বিজেপির অভিযোগ, একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে হানা দিচ্ছে ইডি ও সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখান থেকে তথ্য সংগ্রহ করছে তদন্তকারী সংস্থা। তথ্য লোপাট করতে তাই পরিকল্পিতভাবে এই চুরি করা হয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। থানার সামনে বিজেপির বিক্ষোভ সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের। চ্যাংদোলা করে বিজেপি কর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।

অন্যদিকে হুগলি চুঁচুড়া পুরসভা সূত্রে খবর, যেখানে কম্পিউটারগুলি রাখা ছিল সেখানে থাকা সিসিটিভি ক্যামেরাগুলি খারাপ। তবে পুরসভার তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুরসভা বিজেপির যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে।

কী বলছে বিজেপি ও তৃণমূল?

বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, ‘চুঁচুড়া পুরসভা থেকে একাধিক কম্পিউটার চুরি গিয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। যেখানে একাধিক সিসি ক্যামেরা লাগানো রয়েছে সেখান থেকে কী ভাবে এই চুরি হয়। মেশিন, মনিটরসহ সবটাই চুরি গেছে তাই এটা স্বাভাবিক চুরি নয়। বেশ কয়েকটা দিন হয়ে গেল এখনও চুরির ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক পুরসভায় সিবিআই ইডি তদন্ত চালাচ্ছে। চুঁচুড়া পুরসভায় নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতি হয়েছে। মাস্টারমাইন্ডরা এখনও বাইরে রয়েছে। পুলিশকে তাঁদেরকে গ্রেফতার করতে হবে।’

হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেন, ‘বিজেপি যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এই কম্পিউটার হুগলি পুরসভার নয়। হলঘর দেওয়া হয়েছে যুব কল্যাণ দফতরকে। এটা তাদের কম্পিউটার। যুব দপ্তরের কম্পিউটার সেন্টারে ঘর থেকে কিছু জিনিস চুরি হয়েছে। তার সঙ্গে পুরসভার কোন সম্পর্ক নেই । আমরাও পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *