এই সময় মিগজাউমের গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ ঘণ্টায় ১১০ কিলোমিটার। কিন্তু, এর সরাসরি প্রভাব বাংলার উপর না পড়লেও বঙ্গের শীত চুরির নেপথ্যে রয়েছে সাইক্লোন মিগজাউম।
বাংলার উপর প্রভাব?
অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে চলেছে মিগজাউম। বাংলায় সরাসরি এই সাইক্লোনের কোনও প্রভাব পড়বে না। কিন্তু, বাংলার মেঘ ঢোকা শুরু করতে পারে। এর ফলে ৫ তারিখ থেকে ৭ তারিখ দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।
৫ তারিখ মঙ্গলবার কোন কোন জেলায় বৃষ্টি?
এদিন মূলত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে হতে পারে হালকা বৃষ্টিপাত।
৬ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত?
বুধবার অপেক্ষাকৃত ক্ষতি ক্ষয় হবে মিগজাউমের। সেই সময় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনাতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলিতে হতে পারে হালকা বৃষ্টিপাত।
৭ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত?
এদিনও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভানা। তবে এই তিন দিনই যে সমস্ত জেলায় বৃষ্টিপাত হবে, তা নয়।
কৃষিকাজের উপর প্রভাব
যে সমস্ত কৃষকরা আলু লাগিয়েছেন তাঁদের ক্ষতি হতে পারে। যাঁরা এখনও আলু লাগাননি তাঁদের ৭ তারিখের পর লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
শীতের আপডেট
আপাতত জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কলকাতায় নেই। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৫৩ শতাংশ। কলকাতা বা দক্ষিণবঙ্গে জাঁকিয়ে বৃষ্টি না পড়লেও উত্তরবঙ্গের আবহাওয়া বেশ মনোরম।