Darjeeling Weather Update : ডিসেম্বরে দার্জিলিং ট্যুরের প্ল্যান? জানুন পাহাড়ের ওয়েদার আপডেট – darjeeling weather update details for the month of december


শীত মানেই পাহাড়ের টানে উত্তরবঙ্গ পাড়ি দেন পর্যটকরা। ভ্রমণ স্থানের প্রথম পছন্দের তালিকায় থাকে দার্জিলিং। কনকনে ঠান্ডায় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে এই রাজ্য তো বটেই ভিন রাজ্য থেকেও অনেক পর্যটকের ডেস্টিনেশন হয় দার্জিলিং। এই মাস জুড়ে দার্জিলিংয়ের আবহাওয়া কেমন থাকবে? তাপমাত্রার পারদ কতোটা নামবে? জেনে নিন একনজরে।

কেমন ছিল আজকের তাপমাত্রা?

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সারাদিন পরিষ্কার আবহাওয়া ছিল দার্জিলিংয়ে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আদ্রতা ছিল ৯২ শতাংশ। মোটের উপর পরিষ্কার আবহাওয়া ছিল সারাদিন। বৃষ্টি লক্ষ্য করা যায়নি।

হাওয়া অফিস কী বলছে?

হাওয়া অফিস আরও জানাচ্ছে, আগামী বুধবার একইরকম আবহাওয়া থাকবে দার্জিলিংয়ের। বৃহস্পতিবার এবং শুক্রবার হালকা বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা নামবে বলেই ধরে নেওয়া হচ্ছে। শনিবার এবং রবিবার থেকে আবার পুরনো ছন্দে ফিরবে দার্জিলিং।
অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম ও নেল্লোরের মাঝামাঝি জায়গা দিয়ে মিউজাউমের ল্যান্ডফল হওয়ার কারণে বাংলার আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হয়। কলকাতা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা হালকা বৃষ্টিপাত দেখা যায়। তবে উত্তরবঙ্গের জেলা গুলিতে এর খুব একটা প্রভাব পড়েনি। ঝলমলে পরিবেশ ছিল উত্তরবঙ্গের জেলা গুলিতে।

Cyclone Michaung Live: ধেয়ে আসছে সাইক্লোন মিগজাউম, কলকাতা সহ ১১ জেলায় ‘দুর্যোগ’-এর আশঙ্কা
স্বাভাবিক ভাবেই, দার্জিলিংয়ে একেবারে জাঁকিয়ে শীত না পড়লেও তাপমাত্রা ছিল অনেকটাই নিচে। পর্যটকদের কাছে যা অনেকটাই মনোরম। আগামী সপ্তাহের দিকেই তাপমাত্রা ধীরে ধীরে আরও অনেকটা নামবে বলেই মনে করা হচ্ছে। পুজোর সময়ও পর্যটকদের ভালো চাপ ছিল। দার্জিলিং এর আবহাওয়া মনোরম ছিল বলে কাঞ্চনজঙ্ঘা দেখে মন ভরে যায় পর্যটকদের। শীতেও ঝলমলে দেখতে আবহাওয়া চাইছেন পর্যটকরা। যদিও, আবহাওয়ায় বিশাল পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই আবহাওয়ার অফিসের তরফ। স্বাভাবিক ভাবেই, আকস্মিক কোনও দুর্যোগ না ঘটলে ডিসেম্বর মাস পর্যটকদের জন্য অনুকূল হবে বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *