Digha Beach : দিঘার পর্যটকদের জন্য চমক, বড়দিনে সমুদ সৈকতে ম্যারাথন! মোটা অঙ্কের পুরস্কার মূল্য – digha sea beach marathon will be organised on 24 december 2023 know the details


সৈকত শহর দিঘাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য একের পর এক পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। সামনেই আসছে বড়দিনের ছুটি। এই সময় দিঘাতে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। পর্যটকদের মুখ চেয়ে হোটেল মালিক থেকে শুরু করে ব্যবসায়ীরা। আর বড়দিনের আগে ক্রীড়াপ্রেমীদের জন্য বিশেষ চমক দিঘায়। বড়দিনের আগে দেশের বিভিন্ন প্রান্তের ক্রীড়া প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে জমজমাটি ক্রীড়া আসর।

দিঘা বিচ ম্যারাথন ঘিরে আগ্রহ

‘দূষণ নয়, সবুজের জন্য দৌড়ান’, থিমকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর রোড রেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও সংবাদ মাধ্যমের সহযোগিতায় আগামী ২৪ শে ডিসেম্বর আয়োজন করা হয়েছে দিঘা বিচ ম্যারাথনের। এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করছে এই ম্যারাথন প্রতিযোগিতা।

Digha beach marathon.

দিঘা বিচ ম্যারাথনের বিজ্ঞাপন।

অংশগ্রহণের পদ্ধতি

যে সমস্ত প্রতিযোগি অংশগ্রহণ করতে ইচ্ছুক তাঁরা www.dighabeachmarathon.in ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন। অথবা ফোন করতে পারেন ৯৭৩২৫৫২৩০/ ৯৪৩৪৫৬৯৯৯৬ নম্বরেও। ২১ কিমি, ১০ কিমি ও ৬ কিমিতে পুরুষ ও মহিলা বিভাগ রয়েছে। তিনটি বিভাগের প্রতিযোগীরা বয়স অনুপাতে অংশগ্রহণের সুযোগ পাবে। ১০ বছর থেকে ৪৫ প্লাস বয়সের পুরুষ এবং ১০ বছর থেকে ৪০ প্লাস বয়সের মহিলারা অংশগ্রহণের সুযোগ পাবেন।

বিভিন্ন বিভাগের জন্য রয়েছে আলাদা আলাদ পুরস্কারও। নগদ পুরস্কারের পাশাপাশি রয়েছে অন্যান্য উপহারও। প্রথম দ্বিতীয় ছাড়াও প্রতিটি বিভাগের ৫০ জনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে। মোট প্রাইজ মানি ১০ লাখ টাকা।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রয়েছে আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফিও। ২১ কিমির জন্য ১০০০ টাকা, ১০ কিমির জন্য ৮০০ টাকা এবং ৫ কিমির জন্য ৬০০ টাকা। তবে পূর্ব মেদিনীপুর জেলার প্রতিযোগি ও জেলা পুলিশের প্রতিযোগিরা ৫০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

কী বলছেন উদ্যোক্তারা?

পূর্ব মেদিনীপুর জেলা রোড রেস অ্যাসোসিয়েশনের সম্পাদক বসন্তকুমার জানা বলেন, ‘ দূষণ মুক্ত দিঘা, সবুজ দিঘা গড়ে তোলার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের নিয়ে দিঘা বিচ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ডিসেম্বর মাস থেকে দিঘায় পর্যটকদের আনাগোনা বাড়ে। সামনেই বড়দিন। তার আগে দিঘায় সবুজের বার্তা তুলে ধরতে আমাদের এই প্রয়াস।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *