Mamata Banerjee : বিচারপতি গঙ্গোপাধ্যায় চটেছিলেন, শিলিগুড়ির সেই গ্রামে দ্রুত জল সমস্যা মেটানোর আশ্বাস মমতার – mamata banerjee assured to solve drinking water problem instructed by justice abhijit ganguly in the village of siliguri


নকশাল নেতা কানু সান্যালের গ্রাম। বিজেপি সাংসদ দত্তক নিয়েছিলেন গ্রামটি। সেই গ্রামেই জলের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। জল প্রকল্পের কাজ দ্রুত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবশেষে সেই গ্রামের জল প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কী জানালেন মুখ্যমন্ত্রী?

সাতদিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালেই কলকাতা থেকে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেন তিনি। বাগডোগরা বিমানবন্দরে নামতেই এই গ্রামের জল সমস্যার ব্যাপারে পুরো ঘটনা মুখ্যমন্ত্রীর কানে দেন শিলিগুড়ির মেয়র। এরপরেই দ্রুত সেই গ্রামের জলের কাজ সম্পন্ন করার আশ্বাস দেন তিনি। যতদিন না পর্যন্ত জলের কাজ শেষ হচ্ছে ততদিন শিলিগুড়ি পুর নিগমের তরফে জলের ট্যাংকের ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি।

জল নিয়ে সমস্যা গ্রামে

নকশাল নেতা কানু সান্যালের এই গ্রামের বাসিন্দারা বহুদিন ধরেই জলের সমস্যা নিয়ে ভুগছেন। নদীর জল খেতে হয় গ্রামের বাসিন্দাদের। সেই পানীয় জল পেতে গ্রামবাসীদের যেতে হয়েছে আদালতে। সেবদোল্লাজোতে গ্রামের জল সমস্যা নিয়ে হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে চলছে মামলা। মঙ্গলবার আদালতে গ্রামবাসীদের কথা শুনেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সার্কিট বেঞ্চে নিজের আসন ছেড়ে নীচে এসে চেয়ার টেনে সেখানে বসে সেবদোল্লাজোতের বাসিন্দাদের সমস্যার কথা শুনেছিলেন।

আদালতের কড়া নির্দেশ

এরপরই বুধবার বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় এজলাসে ডেকে পাঠিয়েছিলেন সরকারি আধিকারিক ও পিএইচ এর ঠিকাদারকেও। জানুয়ারিতে প্রকল্পের কাজ শেষে জল না পৌঁছলে কড়া ব্যবস্থা নেবেন বলেই বুধবার শুনানিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। এরইমধ্যে বুধবার শিলিগুড়িতে নেমেই ওই গ্রামে দ্রুত জল পৌছনোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি পুরো বিষয়টি খতিয়ে দেখছি। জনস্বাস্থ্য কারিগরি বিভাগ কাজটি করছে। একটু সময় লাগবে। তবে কাজ হয়ে যাবে। ততদিন জলের ট্যাংক পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হবে।’

SBSTC Bus : দুর্গাপুর-আসানসোল থেকে আরও সহজে পৌঁছন শিলিগুড়ি, সরকারি বাসে ভাড়া-সময়-বুকিং পদ্ধতি জানুন এক ক্লিকেই
এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে দার্জিলিং জেলার জেলাশাসক ও শিলিগুড়ির মেয়র গৌতম দেবের থেকে পুরো ঘটনা শোনেন। এরপরই মুখ্যমন্ত্রী জানান, এর আগে গ্রামটি প্রাক্তন বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া দত্তক নিয়েছিলেন। কিন্তু কোনও কাজ করেননি। এখন পিএইচই সেখানে জল দেওয়ার জন্য কাজ শুরু করেছে। কাজ শেষ না হওয়া অবধি শিলিগুড়ি পুরনিগমের তরফে সেখানে পানীয় জলের ট্যাঙ্ক পাঠানো হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই গ্রামের যাতে জলের ট্যাংকের মাধ্যমে পানীয় জল সরবরাহ জারি করা হয় সে ব্যাপারে মেয়র গৌতম দেবকে নির্দেশ দিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *