Prashant Kishor : পাহাড়ে খেলা ঘোরাতে পিকের সঙ্গে হাত মেলাবে হামরো পার্টি? শুরু জল্পনা – ajoy edwards hamro party members joined prashant kishor programme


ফের বঙ্গে দেখা যাবে পিকে ম্যাজিক? ভোটকুশলী প্রশান্ত কিশোরের হাত ধরছে বাংলার কোনও দল? তৈরি হল নতুন করে জল্পনা। উত্তরবঙ্গের হামরো পার্টির অজয় এডওয়ার্ড-এর প্রতিনিধি দল প্রশান্ত কিশোরের সঙ্গে দেখা করেছেন বলে জানা গিয়েছে। বিজিপিএমকে মাত দিতে এবার কি তাহলে ভোট কুশলীর দ্বারস্থ হচ্ছে অজয় এডওয়ার্ডের দল, জল্পনা তুঙ্গে।

কী জানা যাচ্ছে?

জানা গিয়েছে, বিহারে গিয়ে ভোটকুশলীর সঙ্গে বৈঠক করেন হামরো পার্টির যুব সংগঠনের এক প্রতিনিধি। রাজনীতিতে তরুণ প্রজন্মকে টানতে এবং আরও উদ্বুদ্ধ করতে পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর কাজ করে চলেছেন। যুবদের নিয়ে বিহারে নিজস্ব কাজ করেন এই ভোটকুশলী। হামরো পার্টির তরফে যুব সংগঠনের লোকজন সেখানে গিয়ে কথা বলেছেন বলে জানা গিয়েছে।

পাহাড়ে বদল সমীকরণ

উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির নেতৃত্বে এক ছাতার তলায় এসেছিল হামরো পার্টি, গোর্খা জনমুক্তি মোর্চা সহ পাহাড়ের অন্যান্য রাজনৈতিক দলগুলি। তৃণমূল এবং তাঁর সঙ্গী অনিত থাপার বিজিপিএমের বিরুদ্ধে জোটবদ্ধ হয় তাঁরা। কিন্তু ফলাফল বের হওয়ার পর সম্পূর্ণ অন্য ফলাফল দেখা যায়। বিজিপিএমের সামনে মুখ থুবড়ে পড়ে এই মহাজোট। এরপর ২৪-এর লোকসভা নির্বাচন রয়েছে। এরপর পাহাড়ে তিনটি পুরসভার ভোট রয়েছে। যদিও পিকে’র সঙ্গে হাত মেলানোর বিষয় নিয়ে কোনও মন্তব্য হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ড।

Mamata Banerjee : GTA-র উপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে বিরোধী দলগুলি, পাহাড়ে ত্রাণ নিয়ে ক্ষোভ মেটাতে হস্তক্ষেপ মুখ্যমন্ত্রীর
কী জানালেন অজয় এডওয়ার্ড?

অজয় এদিন জানান, আমি হামরো পার্টির যুবকদের বিহারে প্রশান্ত কিশোরের প্রচার কর্মসূচিতে যেতে বলেছিলাম। আজ আমি জানতে পারলাম যে আমাদের যুবক জন স্বরাজের দলকে সময় দেওয়া হয়েছে এবং বিহারের দারভাঙ্গা জেলায় প্রশান্ত কিশোরের সঙ্গে দেখা করেছে যুব সংগঠনের লোকজন। আমি মনে করি যে এটি একটি সমৃদ্ধ অভিজ্ঞতা ছিল এবং তারা অনেক কিছু শিখছে এবং নেটওয়ার্ক তৈরি করছে। প্রশান্ত ভারতের তরুণদের ক্ষমতায়নে বিশ্বাসী এবং আমি আনন্দিত যে আমাদের যুবকরা তার সঙ্গে যোগ দিতে পেরেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *