Recruitment Scam : কালীঘাটের কাকুর গলার স্বর পরীক্ষায় বিলম্ব, পিজি হাসপাতালের সুপারকে তলব করল ইডি – enforcement directorate summoned sskm hospital superintendent to know physical condition of sujay krishna bhadra


SSKM Hospital-এর সুপারকে তলব করল ইডি। কালীঘাটের কাকুর গলার স্বর পরীক্ষা সংক্রান্ত বিষয়েই হাসপাতাল সুপারকে তলব করা হয়েছে বলে জানতে পারা গিয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা কেমন আছে, সেটা জানতে চাওয়ার কারণেই তলব করা হয়েছে। তবে সশরীরে না গিয়ে ইমেল মারফত নথি পাঠালেন হাসপাতালের সুপার। রিপোর্ট খতিয়ে দেখে দু-একদিনের মধ্যেই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে বলে ইডি সূত্রে খবর।

এসএসকেএমের বিরুদ্ধে অসস্তোষ

এর আগেও এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেছিল ইডি। হাসপাতালের তরফে আগে জানানো হয়েছিল, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর মানসিক অবস্থা ভালো নেই। সেই কারণেই তাঁর গলার স্বর পরীক্ষা করার অনুমতি দেওয়া যাচ্ছে না। গলার স্বর নমুনা সংগ্রহের ব্যাপারে অনুমতি দেয়নি মেডিক্যাল বোর্ড।
যে মেডিক্যাল বোর্ড সুজয় কৃষ্ণ ভদ্রকে দেখছে, তাঁদের ‘নিরপেক্ষতা’ এবং ‘স্বচ্ছতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন ইডি আধিকারিকরা। তাঁদের দাবি ছিল, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহে বাধা দিয়ে আদতে বিচার প্রক্রিয়াটিই বাধা দানের চেষ্টা করা হচ্ছে।

তদন্তে বিলম্ব

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তদন্ত চালাচ্ছে ইডি। সেখানেই তদন্তের মাঝেই একটি অডিও ক্লিপিং পেয়েছে ইডি। সেই অডিওতে সুজয় কৃষ্ণ ভদ্রের গলার স্বর শোনা গিয়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হতে তাঁর গলার স্বরের নমুনা পরীক্ষা করা প্রয়োজন। যতক্ষণ না পর্যন্ত এই স্বরের নমুনা পরীক্ষা করা হচ্ছে, ততক্ষণ তদন্ত প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে মনে করছেন ইডি আধিকারিকরা।
এদিকে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করার নির্দেশ রয়েছে আদালতের। তবে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা পরীক্ষা না করা গেলে তদন্ত প্রক্রিয়া বিলম্বিত হবে, সে কারণেই এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একাধিক বার আর্জি জানিয়েছেন ইডি আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত সুজয় বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।

Government Clerk Job: নজরে সরকারি ক্লার্করাও, CBI-এর নির্দেশে কর্মীদের তথ্য চাইল পর্ষদ
তবে, এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, সুজয় কৃষ্ণ ভদ্র বর্তমানে মানসিক চাপে রয়েছেন। গলার স্বরের নমুনা পরীক্ষা করা হলে তাঁর মানসিক চাপ আরও বৃদ্ধি পাবে। যেটা তাঁর বর্তমান শারীরিক অবস্থার জন্য অত্যন্ত ক্ষতিকর। সেই কারণেই, কালীঘাটের কাকুর চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল বোর্ড গলার স্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্ত দিতে পারছেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *