পশ্চিমবঙ্গে বেআইনি বাজি কারখানা খোলা রয়েছে, পরিবেশবান্ধব বাজি কারখানার ক্লাস্টারও পুরোদস্তুর গড়ে ওঠেনি বলে জানা গিয়েছে। এই দু’টি বিষয়ে পাঁচ বছর আগে নির্দেশ দিলেও তা কাজে আসেনি এখনও। পরিবেশকর্মী বিশ্বজিৎ মুখোপাধ্যায় তাই ফের অভিযোগ তুলে সেখানে ফের মামলা করেন। কেন্দ্রের ওই মন্ত্রককে এবার জাতীয় পরিবেশ আদালত চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে।
Source link
