Central Team : বঙ্গে ফের এল কেন্দ্রীয় দল! গ্রামে গ্রামে ঘুরলেন প্রতিনিধিরা – central team visits uttar dinajpur raiganj village to inspect development work


রাজ্যে ফের কেন্দ্রীয় প্রতিনিধি দল। এবারে উত্তর দিনাজপুর জেলায় গ্রামোন্নয়ন কাজ খতিয়ে দেখতে এলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের প্রতিনিধি দল। উত্তর দিনাজপুরের চোপড়া বিডিও দফতর থেকে MGNREGA উপভোক্তাদের তালিকা সংগ্রহ করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। সেখান থেকে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি চোপড়া, সোনাপুর এবং লক্ষ্মীপুর গ্রামে গিয়ে উপভোক্তাদের সঙ্গে দেখা করেন বলে জানা গিয়েছে।

ফের রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল

কেন্দ্রীয় দল রাজ্যে আসার পর ফের নতুন চড়েছে রাজনৈতিক উত্তাপ। কেন্দ্রীয় প্রকল্পের অর্থে গ্রামে কী ধরনের উন্নয়ন হচ্ছে তা খতিয়ে দেখবেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। তাঁরা সরেজমিনে বিভিন্ন গ্রাম পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে। উত্তর দিনাজপুর জেলার পরিদর্শন শেষে হলে পরবর্তী কোন জেলায় যাবেন, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য মীনাক্ষী হুড্ডা বলেন, ‘কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতর রাজ্য জুড়ে এই পরিদর্শন শুরু করছে। কেন্দ্রীয় প্রকল্পের অর্থে গ্রামীন এলাকায় কী ধরনের উন্নয়ন হয়েছে তা সরোজমিনে খতিয়ে দেখার জন্যই পরিদর্শন করা হচ্ছে। চোপড়া ব্লক থেকে এই পরিদর্শন শুরু হল। পরবর্তীতে জেলার অন্যান্য জায়গাতেও যাওয়া হবে।’

MGNREGA এবং ‘হাউস ফর অল’ প্রকল্পের টাকা নয়ছয় করার অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। অভিযোগ ওঠার পর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্যকে প্রকল্পে এই অর্থ দেওয়া বন্ধ করে গিয়েছে। লোকসভা ভোটের মুখে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে আন্দোলন শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের এই আন্দোলন লোকসভা ভোটে যেন কোনও প্রভাব ফেলতে না পারে, তার জন্য কেন্দ্রীয় সরকার গ্রামোন্নয়ন দফতরের প্রতিনিধি দলকে এই রাজ্যে পাঠিয়ে শাসকদলকে চাপে ফেলার কৌশল নিয়েছে বলে মনে করছেন অনেকে।

১০০ দিনের টাকা নিয়ে আন্দোলন

১০০ দিনের কাজের টাকা বকেয়া। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সোচ্চা হয়ে লাগাতাই এই নিয়ে সুড় চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন করেছেন তৃণমূল কংগ্রেস। রাজভবনের সামনেও ধরনায় বসেছেন তৃণমূল সাংসদ। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল সাংসদ। আগামী দিন মমতা কবে কেন্দ্রীয় বঞ্চনার দাবিতে দিল্লি যান, সেদিকে নজর থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *