Garchumuk : বেড়ানোর মরশুমে সাজছে গড়চুমুক, মিনি জু খোলার অপেক্ষায় স্থানীয় ব্যবসায়ীরা – garchumuk one of the tourist centre of howrah is getting ready for tourists after being closed due to corona


এই সময়, গড়চুমুক: শীত মানেই বেড়াতে যাওয়ার মরশুম। পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় জমান পর্যটকরা। হাওড়া গ্রামীণের গড়চুমুক পর্যটনকেন্দ্রে তাই এখন থেকে সাজসাজ রব। বেসরকারি হাতে যাওয়ার পর হাওড়া জেলার অন্যতম পর্যটনকেন্দ্র গড়চুমুক সেজে উঠছে নতুন আঙ্গিকে। দীর্ঘ সময় করোনার কারণে বন্ধ ছিল গড়চুমুক পর্যটনকেন্দ্র। তার উপর উম্পুনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল। এরপর হাওড়া জেলা পরিষদ পরিচালিত গড়চুমুক পর্যটনকেন্দ্র একটি বেসরকারি সংস্থাকে লিজ দেওয়া হয়। সেই সংস্থাই গড়চুমুক পর্যটনকেন্দ্রকে নতুন রূপে সাজিয়ে তুলছে।

সংস্থার পক্ষ থেকে পর্যটনকেন্দ্রের ভিতরের রাস্তার দু’পাশে গাছ লাগানো ছাড়াও ফুল, ফল ও সব্জির অসংখ্য গাছ লাগানো হয়েছে। পর্যটনকেন্দ্রের ভিতরের শিশু উদ্যানকে নতুন ভাবে সাজানো হচ্ছে। পর্যটকদের বোটিং করার জন্য ঝিল সংস্কার করা হয়েছে। পর্যটকদের রাত্রিবাসের জন্য কটেজগুলিকে সাজানো হচ্ছে। বসার জন্য সুদৃশ্য চেয়ার তৈরি করা হচ্ছে। এ ছাড়া তৈরি করা হচ্ছে ক্যাফেটেরিয়া। পর্যটনকেন্দ্র ঘুরতে আসা পর্যটকরা জানালেন, এক বছর আগেও এই গড়চুমুক পর্যটনকেন্দ্র জুড়ে ছিল আগাছা জঙ্গলের ঝোপ।

গড়চুমুক পর্যটনকেন্দ্র লাগোয়া ব্যবসায়ীরা জানান, আগে করোনা আর উম্পুন তাঁদের ব্যবসা শেষ করে দিয়ে গিয়েছে। তবে এখন নতুন ভাবে পর্যটনকেন্দ্র সেজে ওঠার পাশাপাশি মিনি জু তৈরি হওয়ায় তাঁদের আশা পর্যটক বাড়বে। যদিও গড়চুমুক পর্যটনকেন্দ্র লাগোয়া মিনি জু এখনও খোলা হয়নি। মিনি জু খোলা না হলে এই শীতের মরশুমে মার খাবে গড়চুমুক পর্যটনকেন্দ্রের ব্যবসা। স্থানীয় ব্যবসায়ীরা মিনি জু খোলার অপেক্ষায় রয়েছেন। যদিও কবে মিনি জু খোলা হবে তার সদুত্তর দিতে পারেননি বন দপ্তর। এক আধিকারিকের কথায়, ‘আমরা দ্রুত জু খোলার উদ্যোগ নিচ্ছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *