উল্লেখ্য, কলকাতায় সোয়া সাত কাঠা জমিতে যদি ১২.৫ মিটার উঁচু কোনও বিল্ডিং তৈরি করা হয় সেক্ষেত্রে প্রাথমিকভাবে সেই নকশা অনুমোদন দিতে পারবেন এলবিএসরা। ফলে সমস্ত নথি এবং তথ্য যদি ঠিক থাকে সেক্ষেত্রে অনুমোদন পেতে যাতে সাধারণ মানুষকে হয়রানি না পোহাতে হয় সেই জন্য়ও বিশেষ বার্তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার এলবিএস এবং আর্কিটেক্টদের সঙ্গে এই নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কর্তারা। সেখানে এলবিএসরাও নিজেদের সমস্যা সুবিধা-অসুবিধার কথা বলেন।
অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে , নিয়ম কানুনের বিষয়ে সাধারণ মানুষ সঠিকভাবে অবগত নন। তাঁদের জন্য এবার প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। বাড়ি তৈরির নিয়ম সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে একটি লিফলেট তৈরি করে তা সকলের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি শহর কলকাতায় নির্মাণ কাজ থেকে শুরু করে আবাসন ফ্ল্যাট বাড়ছে। রাজ্যকে দেশের অন্যতম শিল্প ডেস্টিনেশন হিসেবে তুলে ধরছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই বিনিয়োগ বাড়লে নির্মাণও বাড়বে।
অন্যদিকে, একাধিক পুরনো বাড়ি ভেঙে নতুন ফ্ল্যাট করা হচ্ছে। এক্ষেত্রে কোনওভাবে যাতে নিয়ম সংক্রান্ত কোনও জটিলতা না হয় এবং সাধারণ মানুষকে যাতে ভোগান্তি পোহাতে না হয় সেই জন্য তৎপর পুরসভা। এই লক্ষ্যে একাধিক নিয়ম কানুনও অনেকাংশে শিথিল করা হয়েছে।
প্রসঙ্গত, শহর কলকাতাতে ফ্ল্যাটের দাম বেড়েছে, সম্প্রতি এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। RBI-এর রিপোর্টে দেখা গিয়েছে, কিছু কিছু শহরে ফ্ল্যাটের দাম বেড়েছে, আবার কোথাও কোথাও কমেছে। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে কলকাতার ফ্ল্যাটের দাম ফের বেড়েছে, এমনটাই জানান দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য। উল্লেখ্য, দেশের অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণের জন্য আবাসনের দাম বৃদ্ধি বা কমার বিশেষ গুরুত্ব রয়েছে।