Madan Mitra : চিকিৎসাধীন কামারহাটির বিধায়ক, মদনের জন্য মন্দিরে যজ্ঞ – members of belgharia development club performed puja to wish for the health of madan mitra


এই সময়, কামারহাটি: কলকাতার এসএসকেএমে চিকিৎসাধীন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বিধায়কের সুস্থতা কামনা করে বুধবার কালীমন্দিরে পুজো, হোম ও যজ্ঞ করলেন বেলঘরিয়া উন্নয়ন ক্লাবের সদস্যরা। পুজোর ফুল ও প্রসাদ চিকিৎসাধীন বিধায়কের কাছে পৌঁছে দিয়েছেন বিধায়ক ঘনিষ্ঠরা। কালী মায়ের কাছে প্রার্থনা, তাঁদের প্রিয় দাদাকে মা যেন দ্রুত সুস্থ করে কামারহাটির মানুষের কাছে ফিরিয়ে দেন।

এ দিন সকালেই বেলঘড়িয়া শরৎপল্লির কালীমন্দিরে জড়ো হন বেলঘড়িয়া উন্নয়ন ক্লাবের সদস্যরা। মন্দিরে তাঁরা পুজো, হোমযজ্ঞের আয়োজন করেন। পুজোর জন্য এ দিন ক্লাবের সকলে নির্জলা উপবাসে ছিলেন। পুরোহিত এনে পুজোর পাশাপাশি হোমযজ্ঞও করা হয়। মায়ের মন্দিরে বসে ক্লাবের সদস্যরা বিধায়ক মদন মিত্রর দ্রুত আরোগ্য কামনা করেন।

ক্লাবের সম্পাদক সন্দীপ দাস বলেন, ‘কামারহাটির বিধায়ক মদন মিত্র আমাদের কাছে ভগবানের মতো। রাত, বিরতে যে কোনও সমস্যা নিয়ে একটা ফোন করলেই আমাদের প্রিয় দাদা সমাধানের চেষ্টা করেন। সেই মানুষটা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দ্রুত সুস্থ কামনা করে মায়ের কাছে পুজো, হোমযজ্ঞ করেছি। আমরা চাই, দাদা দ্রুত সুস্থ হয়ে ফের কামারহাটির মানুষের কাছে ফিরে আসুক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *