শুক্রবারও কি কলকাতায় বৃষ্টিপাত?
প্রথমে মিধিলি, পরবর্তীতে মিগজাউম- বারে বারে শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে একাধিক সাইক্লোন। এই মুহূর্তে মিগজাউম শক্তিক্ষয় করে অবস্থান করছে দক্ষিণ ছত্তিশগড়ে। শুক্রবার থেকে শহর কলকাতায় নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা কমবে ক্রমশ। সর্বোচ্চ তাপমাত্রাও খুব একটা বাড়বে না। নয়া কোনও সিস্টেমের সতর্কবার্তাও নেই ১০ তারিখের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে।
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সাত ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৬৮ শতাংশ।
আগামী চার দিন চার ডিগ্রি নামবে তাপমাত্রা
আগামী চার দিনে চার ডিগ্রি সেলসিয়াস নামবে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রার পারদ। জেলাগুলির তাপমাত্রাও একধাক্কায় অনেকটাই কমবে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ।
তবে আশঙ্কার কথাও শোনাল আলিপুর আবহাওয়া দফতর। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তিন মাসের গড় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। অর্থাৎ শীতের সময় যে তাপমাত্রা থাকে, তার থেকে বেশি থাকবে তাপমাত্রার পারদ।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এই সময় উত্তরবঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়া। সেভাবে নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কোনও প্রভাব সেখানে পড়েনি। বরং শীতের আমেজ ছিল গত কয়েকদিন ধরেই। সেই আমেজ গায়ে মেখেই ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা।
বৃহস্পতিবার দার্জিলিঙে তুষারপাত হয়। একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাতও। স্বাভাবিকভাবেই সেখানে পর্যটকরা উচ্ছ্বসিত। আগামী কয়েকদিন সেখানকার তাপমাত্রা একই রকম থাকবে বলে জানা যাচ্ছে। আপাতত পাহাড়ে আবহাওয়ার বদলের বিশেষ কোনও সম্ভাবনা নেই। শীত উপভোগ করতে পারবেন পাহাড়মুখী পর্যটকরা।