আর দুয়ারে সরকার ক্যাম্প থেকে রেকর্ড সংখ্যায় জাতিগত শংসাপত্র পেয়েছেন বাংলার মানুষ। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নের জবাবে রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাাণ মন্ত্রী বুলুচিক বড়াইক জানান, দুয়ারে সরকার থেকে ৫০ লাখ মানুষকে SC, ST ও OBC সার্টিফিকেট দেওয়া হয়েছে। আগের তুলনায়এখনও অবধি দুয়ারে সরকার শিবির অনেক সরল করা হয়েছে জাতিগত শংসাপত্র পাওয়ার প্রক্রিয়া।