Howrah To Digha Bus : হাওড়া থেকে দিঘায় নতুন বাস পরিষেবা! কখন-কোথা থেকে ছাড়বে? রইল খুঁটিনাটি – howrah to digha new bus service started from joypur amta area


হাওড়া জেলার বাসিন্দাদের জন্য সুখবর! Howrah to Digha নতুন বাস সার্ভিস চালু করা হল। হাওড়া জেলার জয়পুর থেকে দিঘা বাস সার্ভিস চালু করা হল। নতুন বাসরুট চালু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।

কী জানা যাচ্ছে?

হাওড়া আমতা এলাকার বাসিন্দাদের জন্য মিলল সুখবর। পর্যটন মানচিত্রে এবার হাওড়ার আমতা ২ নং ব্লকের জয়পুরের সঙ্গে দিঘার সরাসরি যোগাযোগ হল। শুক্রবার সকালে জয়পুর থেকে দিঘা বাস পরিষেবা শুরু হয়ে গেল। জানা গিয়েছে, আমতার বিধায়ক সুকান্ত পালের উদ্যোগে এই বাস পরিষেবা শুরু হল।

কখন চলবে এই বাস?

প্রতিদিন সকাল ৬ টা ৩০ মিনিট থেকে জয়পুর বিডিও অফিসের সামনে থেকে বাসটি দিঘার উদ্দ্যেশে রওনা দেবে। অন্যদিকে, বিকেল ৪ টে ১০ মিনিটে দিঘা থেকে জয়পুরের উদ্দ্যেশে রওনা দেবে বাসটি। প্রশাসন সূত্রে খবর, আপাতত একটি বাস এই রুটে চলাচল করবে। বাসটি জয়পুর থেকে ছেড়ে বেতাই, নারিট, খাজুট্টী মোড় হয়ে ১৬ নং জাতীয় সড়কে বাগনান হয়ে দিঘা পৌঁছবে।

কী বললেন বিধায়ক?

দিঘা বাস পরিষেবা চালু প্রসঙ্গে স্থানীয় বিধায়ক সুকান্ত পাল জানান, এই বাস পরিষেবা চালু করা হওয়ায় এলাকার মানুষের দীর্ঘদিনের আশা পূরণ হল। এই বাস পরিষেবা চালু হওয়ায় এই এলাকার মানুষ খুব সহজেই দিঘা পৌঁছতে পারবেন বলে জানান বিধায়ক সুকান্ত পাল। অন্যদিকে, শীতের মরসুমে দিঘা বাস পরিষেবা চালু হওয়ায় খুশি এলাকার মানুষ।

হাওড়া থেকে বাস পরিষেবা

বছর ছয়েক আগে হাওড়া জেলার জগৎবল্লভপুর থেকে দিঘা রুটে বাস চালু করা হয়েছিল। বাসটি জগৎবল্লভপুর বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ ছেড়ে দিঘা থেকে পরের দিন সকাল ৭টা ১৫ মিনিটে পৌঁছয়। জগৎবল্লভপুর, ডোমজুড়, সলপ হয়ে মুম্বই রোড দিয়ে বাসটি দিঘা যায় বাসটি। তবে জয়পুর অঞ্চল থেকে দিঘা যাওয়ার জন্য একটি বাস পরিষেবা চালুর জন্য দীর্ঘদিন ধরেই মানুষের চাহিদা ছিল। সেই কারণে মানুষের দাবি মেনে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা এই বাস চালু করল।

NBSTC Bus : বড়দিনের আগেই সুখবর, ৩১টি নতুন বাস পেল NBSTC
উল্লেখ্য, দিঘায় সারা বছরই পর্যটকদের ভিড় থাকে। কলকাতা, হাওড়া জেলা থেকে প্রচুর মানুষ দিঘায় উদ্দেশে রওনা দেন। শীতেও পর্যটকদের কোনও খামতি নেই দিঘায়। হাওড়া জেলার বাসিন্দাদের জন্য নতুন এই বাস পরিষেবা দুই জেলার পর্যটনের উন্নতির ক্ষেত্রেও অনেকটা সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *