Jyotipriya Mallick : বালু জেলে, ভোটের প্রস্তুতিতে কোর কমিটি বসছে আলোচনায় – trinamool organizational preparations begin in north 24 parganas ahead of lok sabha polls in jyotipriya mallick absence


এই সময়: জ্যোতিপ্রিয় মল্লিকের অনুপস্থিতিতে লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে উত্তর ২৪ পরগনায় তৃণমূলের সাংগঠনিক প্রস্তুতির কাজ শুরু হচ্ছে। সেজন্য আগামী ১৪ ডিসেম্বর বারাসতে কোর কমিটির বর্ধিত বৈঠক হতে চলেছে। এই জেলায় তৃণমূলের সমস্ত বিধায়ক, সাংসদ ও সাংগঠনিক জেলার সভাপতি, চেয়ারম্যানদের এই বৈঠকে ডাকা হবে। কিছু দিন আগে বীরভূমের মডেলে উত্তর ২৪ পরগনা জেলাতে কোর কমিটি গঠন করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায়, তাপস রায়, পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী সহ তৃণমূলের প্রথম সারি একদল নেতাকে নিয়ে এই কমিটি গঠন করা হয়। যাঁদের ১৫ দিন অন্তর বৈঠক করার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী।

মমতার নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে কোর কমিটির প্রথম বৈঠক হয়। সেখানে ভোটার লিস্ট সংশোধনের কাজে বাড়তি নজর দেওয়া সিদ্ধান্ত থেকে বর্ধিত কোর কমিটির বৈঠক ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ, শুক্রবার ও কাল শনিবার উত্তর ২৪ পরগনার প্রতিটি সাংগঠনিক জেলার নেতৃত্ব থেকে ব্লক ও টাউন নেতৃত্বকে ভোটার লিস্ট সংশোধনের যে প্রক্রিয়া চলছে তার উপরে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কোর কমিটির বৈঠকের পরেই সেই নির্দেশ চলে গিয়েছে নিচুতলাতেও। দলের উত্তর ২৪ পরগনার এক সাংগঠনিক জেলা সভাপতির কথায়, ‘ভোটার লিস্ট সংশোধনের প্রক্রিয়া শেষ হলে যে নতুন লিস্ট প্রকাশিত হবে তার উপরে ভিত্তি করে লোকসভা নির্বাচন হবে। তাই ভোটার তালিকায় সংযোজন, বিয়োজন, পরিমার্জন ঠিক ভাবে হচ্ছে কি না তা খতিয়ে দেখা প্রয়োজন। সেই কারণে শুক্রবার ও শনিবার ব্লক, টাউন নেতৃত্বকে এই কাজে নজর দেওয়ার কথা বলা হয়েছে।’

অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে বীরভূমে তৃণমূলের দৈনন্দিনের সাংগঠনিক কাজ দেখতে কোর কমিটি গঠন করা হয়েছিল। তবে, উত্তর ২৪ পরগনা জেলায় চারজন সাংগঠনিক জেলা সভাপতি থাকা সত্ত্বেও সেই নেতৃত্বের মাথার উপরে এই কোর কমিটি এখন কাজ করছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই জেলায় তৃণমূল তিনটি আসনে জয়ী হয়, যদিও বিজেপি জোড়াফুলের কাছ থেকে ব্যারাকপুর ও বনগাঁ ছিনিয়ে নেয়। পরে আবার অর্জুন সিংহ তৃণমূলে যোগ দেন। জোড়াফুল নেতৃত্ব এবার বনগাঁ আসন পুনরুদ্ধার করতে চাইছেন। সেই টার্গেট পূরণ করতেই কোর কমিটির বর্ধিত বৈঠক করে ভোটমুখী সাংগঠনিক প্রস্তুতি শুরু করতে চাইছেন নেতারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *