Kunal Ghosh Firhad Hakim : ‘কলকাতার মেয়র ফুল টাইম জব, কিন্তু…’, ফিরহাদকে নিশানা কুণালের? তুঙ্গে চর্চা – kunal ghosh tmc leader opens up on kolkata mayor firhad hakim for several party issue


তৃণমূলের ‘নবীন-প্রবীণ’ তত্ত্ব নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে রাজ্যে। একাধিক তৃণমূল নেতা এই নিয়ে মুখ খুলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই ইস্যুতে মুখ খুলে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সম্প্রতি এই ইস্যুতে মুখ খুলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের থেকে ভিন্ন অবস্থান নেন তৃণমূলের অন্যতম শীর্ষনেতা ফিরহাদ হাকিম। আর নবীন-প্রবীণ বিতর্কের মধ্যে ফের মাথা চাড়া দিয়ে উঠল ‘এক ব্যক্তি, এক পদ’ বিতর্ক। সৌজন্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।

ফিরহাদকে খোঁচা কুণালের?

তৃণমূলের অন্দরে ‘অভিষেকপন্থী’ হিসেবেই পরিচিত কুণাল ঘোষ। অন্যদিকে ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আস্থাভাজন। পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর পাশাপাশি প্রিয় ‘ববি’কে কলকাতার মেয়র করেছেন মমতা। দলেও একাধিক সাংগঠনিক দায়িত্ব রয়েছে তাঁর। সম্প্রতি নবীন-প্রবীণ’ বিতর্কে মুখ খুলে নিজের অবস্থান স্পষ্ট করে ফিরহাদ। আর এই নিয়ে চর্চার মধ্যেই ‘এক ব্যক্তি, এক পদ’ নিয়ে মুখ খুলে প্রকারান্তরে ফিরহাদকেই নিশানা করলেন কুণাল? সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

এবিপি আনন্দের সঙ্গে কথা বলার সময় তৃণমূল মুখপাত্র বলেন, ‘পুরমন্ত্রী হিসেবে রাজ্যের সব পুরসভা ফিরহাদ হাকিমের হাতে। তিনি কী সব পুরসভায় সময় দিতে পারছেন? সব পুরসভার সমস্যার কথা শুনতে পারছেন? কলকাতা পুরসভার দায়িত্ব সামলে তাঁকে রাজ্যের পুরসভাগুলির জন্য কিছু সময় রাখতে হচ্ছে।’

কলকাতার মেয়র পদ ‘ফুল টাইম জব’ (পূর্ণ সময়ের কাজ) সেকথাও মনে করিয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কুণাল বলেন, ‘কলকাতার মেয়র ফুল টাইম জব এটা নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেবেন, সেটা আমরা সবাই মেনে নেব।’

Firhad Hakim : ‘মমতা আরও ২০ বছর সুস্থ থাকুন…’, তৃণমূলের নবীন-প্রবীণ ইস্যু নিয়ে মুখ খুললেন ফিরহাদ
‘এক ব্যক্তি, এক পদ’ নিয়ে মুখ খোলে ফিরহাদও

বুধবার ‘নবীন-প্রবীণ’ নিয়ে মুখ খোলার পাশাপাশি ‘এক ব্যক্তি, এক পদ’ নিয়ে মুখ খোলেন ফিরহাদ। তিনি বলেন, ‘দলে অনেক ধরনের মতামত থাকে, অনেক ধরনের আলোচনা থাকে। আমাদের দলে গণতন্ত্র রয়েছে। আমরা সবাই আলোচনা করে নিজেদের মতামত দিই। তারপর সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যা সিদ্ধান্ত নেন, সেটা মেনে আমরা সবাই চলি। আমরা দলের অনুগত সৈনিক। এক ব্যক্তি এক পদ নিয়ে এখনও আলোচনা হতে পারে। ব্যক্তি নির্বিশেষে আলাদা মতামত থাকতেই পারে। তবে এই নিয়ে বাইরে কোনও কথা বলব না। যা বলার দলের ভিতরে বলব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *