মমতার জন্মের সময় বৃষ্টি
মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলার মধ্যে দিয়েই মানুষের সঙ্গে মিশে যেতে পারেন। এটাই তাঁর ইউএসপি। অতীতেও বিভিন্ন সময় বক্তব্য রাখার সময় জীবনের নানা অজানা কাহিনী তাঁর বক্তব্যে উঠেছে এসেছে। শুক্রবারের কালিম্পঙের সরকারি সভাতেও তার অন্যথা হল না।
বৃষ্টির সঙ্গে মমতার নিবিড় যোগ রয়েছে। বৃষ্টিকে তিনি ‘শুভ’ বলে মনে করেন, একথা আগেও একাধিকবার তাঁর মুখে শোনা গিয়েছে। এমনকী কলকাতায় ২১ জুলাইয়ের সমাবেশে মমতাকে বৃষ্টিতে ভিজে বক্তব্য রাখতে দেখা গিয়েছে। এদিনের সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ফের তাঁর মুখে শোনা যায় বৃষ্টির প্রসঙ্গ। আর তার ফাঁকে নিজের জন্মের সময়ের কথা তুলে ধরেন মমতা।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার সব কর্মসূচির আগেই একটু বৃষ্টি হয়। গতকালও দার্জিলিঙে বৃষ্টি হয়েছে। মায়ের কাছে শুনেছিলাম, যখন আমার জন্ম হয়, সেদিন বৃষ্টি হয়েছিল। আর যখন চোখ মেলে প্রথম তাকিয়েছিলাম তখন ঝলমলে রোদ ছিল। ঠিক আজকের আবহওয়ার মতো। আমাদের অনুষ্ঠান কী সুন্দরভাবে হচ্ছে!’
ভাইপোর বিয়ের কথা মমতার মুখে
এদিন ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের কথাও শোনা যায় মমতার মুখে। মুখ্যমন্ত্রী বলেন, ‘পাহাড়ের মেয়ে দীক্ষার সঙ্গে আমাদের ছেলের বিয়ে হয়েছে। ওঁরা দু’জনেই ডাক্তার। দীক্ষার বাবা কার্শিয়াং পুরসভার কর্মী। পাহাড়ের সঙ্গে রক্তের সম্পর্ক তৈরি করে দিলাম, ইতিহাস তৈরি হবে। আমি অনেক দিন ধরে পাহাড়ে নিজের এটা বাড়ি চাইতাম। দেখুন ভগবান কী ভাবে আমাকে পাহাড়ে ঘর পাইয়ে দিল। আমি একবার দীক্ষার বাবার সঙ্গে গিয়ে দেখা করব। কারণ ওঁর মা নেই, মেয়ে চলে যাওয়ার পর বাবা হয়তো একা দুঃখ পাচ্ছেন।’
নাম না করে বিজেপিকে কটাক্ষ
বছর ঘুরতেই বেজে যাবে লোকসভা ভোটের দামামা। ২০০৯ থেকে দার্জিলিঙ লোকসভা বিজেপির দখলে। তার আগে এদিনের সভা থেকে সেই নিয়েও বার্তা দিয়েছেন মমতা। পাহাড়ের মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘আপানারা ভাল থাকুন, সুখী থাকুন আমি এটাই চাই। যাঁরা উলটোপালটা বলে, ভোটের সময় এসে টাকা বিলি করে বা মিথ্যে প্রতিশ্রুতি দেয়, তাঁরা কখনই কথা রাখে না। আমরা কথা রাখতে জানি। আপনাদের জন্য জীবন দিতে পারি।’