Organ Donation News: ব্রেন ডেথের পর অঙ্গদান, তৃণমূল বিধায়কের বোনের পরিবারের সিদ্ধান্তে নজির – humayun kabir sister donate organ after brain death


কয়েক দিন আগে বাইক থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন বিধায়ক হুমায়ুন কবীরের বোন জাহানারা বিবি। তাঁকে তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তিনি সাড়া দিচ্ছিলেন না। এরপর কলকাতায় স্থানান্তিরিত করা হয় তাঁকে।

সেখানেই চিকিৎসকরা তাঁর ব্রেন ডেথের কথা ঘোষণা করেন। এরপর চিকিৎসকদের পরামর্শ মোতাবেক মরণোত্তর অঙ্গদান সিদ্ধান্ত নেয় ভরতপুর-বিধানসভার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বোনের পরিবার। এই প্রক্রিয়া সম্পন্ন করেন বিধায়ক নিজে। বোনকে হারিয়ে মন ভারাক্রান্ত তাঁর। কিন্তু, এই উদ্যোগের ফলে অন্যকেউ জীবন ফিরে পাবেন, এই ভাবনা কিছুটা হলেই সান্তনা জোগাচ্ছে সহোদরাকে হারানোর ক্ষতে।

ভারাক্রান্ত মনে এই বিধায়ক বলেন, ‘চিকিৎসকরা অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু, তাঁরা ব্যর্থ হয়েছেন। চিকিৎসকদের কথায় আমরা দেহ দানের সিদ্ধান্ত নিয়েছি।’ উল্লেখ্য, বিধায়কের বোনের নাম জাহানারা বিবি(৫৭)।

৩৯ বছর আগে জাহান্নারা বিবির বিয়ে হয় কান্দি থানার ভবানীপুরে। গত সোমবার ছেলের সঙ্গে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন তিনি। সেই সময় পথ দুর্ঘটনার শিকার হন তিনি। মোটরবাইক থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে শুরু করে। এরপর তাঁকে কলকাতায় রেফার করেন চিকিৎসকরা। মঙ্গলবার তাঁকে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু, চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। সংশ্লিষ্ট হাসপাতালেই ব্রেন ডেথ হয় তাঁর।

এরপরেই তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার। ২০১৭ সালে এসএসকেএম-এ মরনোত্তর দেহ দানের জন্য একটি ইউনিট খোলা হয়েছে। এই বিভাগেই কর্মরত মুর্শিদাবাদের চিকিৎসক নির্মল দত্ত।

হুমায়ুন কবীর বলেন, ‘নির্মল দত্ত ও চিকিৎসক রজত চৌধুরীর পরামর্শে আমার পরিবার দেহ দানের অঙ্গীকার করেন। এরপর এসএসকেএম হাসপাতালের সুপার মণিময় বন্দ্যোপাধ্যায় সমস্ত ব্যবস্থা করে দেন।’

বোনের প্রয়াণে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তিনি। শোকস্তব্ধ গোটা পরিবার। তবে অঙ্গদানের সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করেছেন প্রত্যেকেই। উল্লেখ্য, অঙ্গদান নিয়ে সচেতনা প্রচার চালানো হচ্ছে দীর্ঘদিন ধরেই। বিভিন্ন চিকিৎসক এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলি ক্যাম্প করে বা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রচার চালাচ্ছেন। জেলা জেলায় এই নিয়ে মেডিক্যাল কলেজগুলির পক্ষ থেকে সচেতনা প্রচারও চালানো হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *