Puppy Dog : সন্তান পড়েছে নালায়! দমকলও ফেল, নিজের শিশুকে বাঁচালো মা সারমেয় – puppy saved by mother dog scene gathered crowd at habra railway station


সন্তানের বিপদে তো ঝাঁপিয়ে পড়বই তার মা। সে যে প্রজাতির প্রাণী হোক না কেন! সন্তানকে বিপদ থেকে রক্ষা করার জন্য শেষ শক্তিটুকু দিয়ে তার মা লড়াই চালিয়ে যান। এই ধ্রুব সত্যর উদাহরণ দেখা গেল উত্তর ২৪ পরগনার হাবড়া রেল স্টেশনে। সন্তান সারমেয়কে প্রাণে বাঁচাতে মা কুকুরের প্রাণপাত লড়াই দেখে চমকে গেলেন সকলে।

কী ঘটনা ঘটেছে?

ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তখন। রাতের হাবড়া স্টেশন তখন অনেকটাই ফাঁকা। আর সেই প্লাটফর্মের উপর দাঁড়িয়েই তারস্বরে কান্না জুড়েছে এক সারমেয়। প্রথম অবস্থাতে তেমনভাবে কেউ গুরুত্ব না দিলেও, বৃষ্টির মধ্যে একই জায়গায় দাঁড়িয়ে সন্তানকে বাঁচাতে মায়ের আকুতি মিনতি উপেক্ষা করতে পারেননি প্লাটফর্মে উপস্থিত থাকা মানুষজনরা। এরপরই উপস্থিত কয়েকজন এগিয়ে গিয়ে দেখেন প্ল্যাটফর্মের পাশে থাকা নালায় আটকে পড়েছে ওই সারমেয় মায়ের এক সন্তান। আর সন্তানকে বাঁচাতেই বৃষ্টিকে উপেক্ষা করে রীতিমত কান্না জুড়েছে সে।

সারমেয়কে বাঁচাতে উদ্যোগ

এরপরই খবর দেওয়া হয় হাবড়া দমকল কেন্দ্রে। ছুটে আসেন দমকল কর্মীরা। কিন্তু এমন পরিস্থিতিতে নালায় আটকে পড়েছে সারমেয় শিশুটি, যে রীতিমতো দমকল কর্মীদেরও পিছু হটতে হয় তাকে উদ্ধারে। প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে উদ্ধার করা হবে সারমেয় শিশুকে! যখন আলোচনায় ব্যস্ত দমকল কর্মীরা তখনই, নিজের প্রাণ বাজি রেখে ছোট্ট নালায় সন্তানকে বাঁচাতে ঢুকে পড়ে মা। যা দেখে রীতিমতো অবাক হয়ে যান স্টেশনে থাকা মানুষজনও।
দমকল কর্মীরাও হতবাক হয়ে পড়েন। নালায় প্রবেশ করে দীর্ঘক্ষনের প্রচেষ্টায় অবশেষে নিজের সন্তানকে উদ্ধার করে নিয়ে আসে মা সারমেয়। আর এরই মধ্যে দিয়ে হয়তো সমাজেকে আরও একবার অবলা প্রাণীটি জানিয়ে দিল, সন্তানের বিপদে নিজের জীবন উৎসর্গ করতে একবারও হয়তো ভাবেনা একমাত্র “মা”।

অরিজিৎ সিং-এর ‘তুঝে কিতনা চহনে লগে’ গানে গলা মেলাল সারমেয়! মুগ্ধ নেটপাড়া, ভিডিয়ো দেখেছেন?
দমকল কী জানাল?

দমকলের এক আধিকারিক জানান, আমাদের কাছে রাত ১১ টা নাগাদ একটি ফোন আসে। জানানো হয়, স্টেশনের পাশে একটি নালায় একটি কুকুর ছানা পড়ে গিয়েছে। আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি, কিন্তু বাচ্চাটিকে তোলা সম্ভব হয়নি। এরপর ওই কুকুরটির মা সেই নালায় নেমে ছানাটিকে উদ্ধার করে। এতে আমরাও অবাক হয়ে যাই। তিনি বলেন, ‘ একটি শিশুর জন্য তার মা তো সর্বোতভাবে সাহায্য করবে, সেটাই দেখা গেল আজকে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *