এই সময়: শিয়ালদহ উড়ালপুলের জয়েন্ট পয়েন্টে কিছু সমস্যা রয়েছে। সেতুর নীচে বহু গাছের চারা জন্মেছে, যা কেটে না-ফেলা হলে আগামী দিনে ফ্লাইওভারের আরও ক্ষতি হওয়ার আশঙ্কা। আবার ফ্লাইওভারের উপর পিচের আস্তরণ অনেকটা পুরু। ওই পিচের আস্তরণ তুলে নতুন করে পিচ বসালে ফ্লাইওভারের আয়ু আরও বাড়বে বলে রিপোর্টে বিশেষজ্ঞরা জানিয়েছেন। কিছু দিন আগেই শিয়ালদহ উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিল কেএমডিএ। এর পরেই সেটি সরেজমিনে খতিয়ে দেখেন বিশেষজ্ঞরা। ওই কমিটির এক সদস্যের বক্তব্য, ‘উড়ালপুলের অবস্থা মোটের উপর ভালোই। সামান্য কিছু মেরামত করলে এর আয়ু আরও বাড়বে।’
বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, শিয়ালদহ উড়ালপুল এখন একসঙ্গে একই সময়ে ৭১ টনের বেশি ওজন বহন করতে পারে। ফ্লাইওভারের জয়েন্ট পয়েন্টে যে সব গার্ডার রয়েছে, বিশেষজ্ঞরা সেগুলো পরিবর্তন করার কথা জানিয়েছেন। তা ছাড়া, উড়ালপুলের কিছু জায়গায় ধরা ফাটল মেরামত করার কথা ইঞ্জিনিয়াররা জানিয়েছেন বলে কেএমডিএ সূত্রের খবর। তবে বিশেষজ্ঞদের বক্তব্য, এই সব মেরামতির জন্য তেমন সময় লাগবে না। ফলে, ব্যস্ত সময়ে সেতুতে যান চলাচল বন্ধ করার দরকার নেই। রাত ১০টার পর কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ রেখেই কয়েক দিন ধরে উড়ালপুলের মেরামতির কাজ শেষ করা যাবে বলে বিশেষজ্ঞরা তাঁদের রিপোর্টে জানিয়েছেন।
বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, শিয়ালদহ উড়ালপুল এখন একসঙ্গে একই সময়ে ৭১ টনের বেশি ওজন বহন করতে পারে। ফ্লাইওভারের জয়েন্ট পয়েন্টে যে সব গার্ডার রয়েছে, বিশেষজ্ঞরা সেগুলো পরিবর্তন করার কথা জানিয়েছেন। তা ছাড়া, উড়ালপুলের কিছু জায়গায় ধরা ফাটল মেরামত করার কথা ইঞ্জিনিয়াররা জানিয়েছেন বলে কেএমডিএ সূত্রের খবর। তবে বিশেষজ্ঞদের বক্তব্য, এই সব মেরামতির জন্য তেমন সময় লাগবে না। ফলে, ব্যস্ত সময়ে সেতুতে যান চলাচল বন্ধ করার দরকার নেই। রাত ১০টার পর কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ রেখেই কয়েক দিন ধরে উড়ালপুলের মেরামতির কাজ শেষ করা যাবে বলে বিশেষজ্ঞরা তাঁদের রিপোর্টে জানিয়েছেন।
পুলিশের সঙ্গে আলোচনা করে ট্র্যাফিক প্ল্যান তৈরি করেই শিয়ালদহ উড়ালপুল সংস্কারে হাত দেবে কেএমডিএ। সংস্থার কর্তারা জানিয়েছেন, বিশেষজ্ঞদের সুপারিশগুলো শিগ্গিরিই কার্যকর করা হবে।