খুনের অভিযোগের দু’বছর পরও এফআইআর নয়! বিস্মিত কোর্ট – after two years of murder allegations no fir surprised calcutta high court


এই সময়: একজন খুন হয়েছেন। দেহের ময়নাতদন্তও হয়েছে। সেই ঘটনার প্রায় দু’বছর পরেও পুলিশ এফআইআর করেনি। যা শুনে বিস্মিত বিচারপতি জয় সেনগুপ্তের রাজ্যকে প্রশ্ন, ‘খুনের অভিযোগে ধর্তব্যযোগ্য অপরাধ খুঁজে পেলেন না?’ রাজ্যের পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করা প্রয়োজন বলেও মন্তব্য বিচারপতির। রাজ্যকে বক্তব্য জানাতে সময় দিয়ে সোমবার শুনানির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

পশ্চিম মেদিনীপুরের দাঁতনে এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ওঠে ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে। ওই বছরের ২০ অগস্ট খুন হন বিজেপি কর্মী শ্রীকান্ত পাত্র। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। খুনের আগে দলবদলের জন্য তাঁকে চাপ দেওয়া হয়।

তাতে কাজ না হওয়ায় পরিবারকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। পরে খুন হন শ্রীকান্ত। খুনের পরের দিন পুলিশকর্মীরা বাড়িতে এসে সাদা কাগজে সই করিয়ে নিতে চায় বলেও আদালতে জানান পরিবারের আইনজীবী। এমনকী শ্রীকান্তের মৃত্যু দুর্ঘটনায় হয়েছে বলেও দাবি করে পুলিশ।

থানা খুনের অভিযোগ নিতে অস্বীকার করে। ওই বছরের ২৬ অগস্ট পরিবারের তরফ থেকে থানার আইসি, এসডিপিও, এসপি ও সিবিআইয়ের কাছে লিখিত অভিযোগ জানানো হয়। যদিও কেউ কোনও পদক্ষেপ করেনি বলেই দাবি। এফআইআর না করার কারণ হিসেবে রাজ্যের যুক্তি, এখনও পর্যন্ত এফআইআর না হলেও অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে এসডিপিও অনুসন্ধান করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *