Air Pollution : ভিক্টোরিয়ার তিন কিলোমিটারের মধ্যে উনুন নয়, দূষণ নিয়ন্ত্রণে কঠোর কোর্ট – no bonfires can be lit anywhere within three kilometers of victoria memorial ordered calcutta high court


এই সময়: ভিক্টোরিয়া মেমোরিয়ালের তিন কিলোমিটারের মধ্যে কোথাও উনুন জ্বেলে রান্না বা অন্য কোনও কাজ করা যাবে না। জ্বালানো যাবে না কয়লা কিংবা কাঠকয়লার উনুন। ভিক্টোরিয়া সৌধকে দূষণের হাত থেকে বাঁচাতে ফের এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

শুক্রবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ কলকাতা পুরসভাকে মৌখিক নির্দেশে জানিয়েছে, তারা যেন বিষয়টি নিশ্চিত করে। ভিক্টোরিয়ার চার দিকে সবুজ বলয়-সহ আরও কিছু নিয়ম চালুর আবেদন জানিয়েছিলেন মামলাকারী সুভাষ দত্ত। বেঞ্চ তাঁকে লিখিত ভাবে তা জমা দিতে বলেছে। আগামী শুনানিতে এই মামলায় চূড়ান্ত নির্দেশ দিতে পারে হাইকোর্ট।

এক আইনজীবীর মৃত্যুর কারণে এ দিন দ্বিতীয়ার্ধে হাইকোর্টে সব পক্ষের আইনজীবীরা ছিলেন না। সেই জন্যে শুনানি হলেও লিখিত নির্দেশ দেওয়া হয়নি। ভিক্টোরিয়া সৌধকে দূষণ থেকে বাঁচাতে ঐতিহাসিক এই সৌধের তিন কিলোমিটারের মধ্যে আগুন না জ্বালানোর দাবি দীর্ঘদিনের। এ দিন কলকাতা পুরসভার আইনজীবীকে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ঐতিহাসিক সৌধের চার দিকে তিন কিলোমিটারের মধ্যে কোনও হোটেল-রেস্তরাঁয় যাতে কোনও ভাবে উনুন জ্বেলে রান্না না করা হয়, তা নিশ্চিত করতেই হবে।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের তিন কিলোমিটারের ম্য়াপ

ভিক্টোরিয়া মেমোরিয়ালের তিন কিলোমিটারের ম্য়াপ

খোলা আকাশের নীচে যাতে অস্থায়ী দোকান বা স্টলে এই ধরনের দূষণ সৃষ্টিকারী কাজকর্ম না হয়, তাও দেখতে হবে। এই নির্দেশ আগেও দেওয়া হয়েছিল। কিন্তু তা পালন করা হচ্ছে না বলে অভিযোগ। সেই জন্যে আগামী শুনানিতে কলকাতা পুরসভাকে লিখিত নির্দেশ দেওয়া হবে বলে জানায় বেঞ্চ।

ধর্মতলার বাস টার্মিনাস এবং অন্য দূষণের কারণে ভিক্টোরিয়া মেমোরিয়াল-সহ বিভিন্ন ঐতিহাসিক ও হেরিটেজ সৌধের ক্ষতি হচ্ছে বলে ২০০৭ সালে হাইকোর্টে মামলা করেছিলেন পরিবেশকর্মী সুভাষ। হাইকোর্ট নির্দেশ দেয়, ছ’মাসের মধ্যে বাস টার্মিনাস ওই চত্বর থেকে সরিয়ে ফেলতে হবে। রাজ্য সুপ্রিম কোর্টে গেলেও হাইকোর্টের নির্দেশই বহাল রাখে সর্বোচ্চ আদালত, তবে কোনও সময় বেঁধে দেওয়া হয়নি।

সেই নির্দেশের পরে বহু বছর পার হয়ে গেলেও কাজের কাজ কিছু না হওয়ায় ফের হাইকোর্টের দ্বারস্থ হন সুভাষ। এর আগের শুনানিগুলিতে রাজ্য আশ্বাস দিয়েছে, বাস টার্মিনাস ধর্মতলা চত্বর থেকে সরানো হবে।

Calcutta High Court : ‘একজন দুর্নীতির চেষ্টা করেছে বলে ছাড়পত্র পেয়ে গেলেন?’, এসএসসিকে প্রশ্ন হাইকোর্টের
শুক্রবার সুভাষ আদালতে আবেদন করেন, ট্র্যাফিক ব্যবস্থা এমন করা উচিত যাতে ভিক্টোরিয়া চত্বরে যানবাহন সিগন্যালে বেশিক্ষণ দাঁড়াতে না পারে। এর আগে ঠিক হয়েছিল ভিক্টোরিয়ার চার দিকে সবুজ বলয় বা গ্রিন করিডর তৈরি করা হবে। যাতে দূষণ কিছুটা হলেও কমানো যায়। বেঞ্চ নির্দেশ দেয়, আগামী শুনানির আগে সুভাষকে তাঁর আবেদন লিখিত ভাবে জানাতে হবে।

সুভাষ বলেন, ‘তাজমহল বাঁচাতে ওই সৌধের আশপাশে সব ধরনের মোটরযান নিষিদ্ধ করা হয়েছে। ভিক্টোরিয়ার মতো সৌধ বাঁচাতেও তা করা দরকার।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *