Child Birth : বর্ধমান স্টেশনে সন্তান প্রসব গৃহবধূর, সাহায্যে ঝাঁপিয়ে পড়লেন রেল কর্মীরা – child birth at bardhaman railway station with the help of rpf


ট্রেনের ভেতরেই হঠাৎ প্রসব যন্ত্রণা ওঠে এক গৃহবধূর। বিষয়টি দেখে হতভম্ব হয়ে পড়েন তাঁর স্বামী। চলন্ত ট্রেনে রেল পুলিশকে খবর দেন তিনি। মিথিলা এক্সপ্রেস বর্ধমান স্টেশনে এসে পৌঁছলেই নামানো হয় ওই গৃহবধূকে। স্টেশনেই উপস্থিত ছিলেন চিকিৎসক এবং জিআরপি কর্মীরা। স্টেশনেই কন্যা সন্তানের জন্ম দেন ওই গৃহবধূ। রেল কর্মীদের সাহায্যে অভিভূত ওই গৃহবধূ এবং তাঁর পরিবারের সদস্যরা। বর্তমানে শিশু ও কন্যা দু’জনেই সুস্থ আছেন।

কী জানা যাচ্ছে?

বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মে জিআরপি মহিলা কর্মীদের সহযোগিতায় শিশুকন্যার জন্ম দিলেন ২৪ বছরের এক বধূ। রেল সূত্রে জানা গিয়েছে,শুক্রবার বিকেলে মিথিলা এক্সপ্রেসের সাধারণ কামরায় উঠেছিলেন বিহারের পূর্ব চম্পারণের সুগৌলির বাসিন্দা গোবিন্দ কুমার ও তাঁর স্ত্রী নিশা।ব্যান্ডেল স্টেশনে পেরোনোর পরেই চলন্ত ট্রেনের মধ্যেই প্রসব যন্ত্রণা ওঠে নিশার। তাঁর স্বামী বিষয়টি জানান কামরায় কর্তব্যরত রেলকর্মীকে।

রেল কর্মীদের উদ্যোগ

রেলকর্মীরা এরপর ফোন করেন হাওড়ার কন্ট্রোল রুমে। সেখান থেকে ফোনে বিষয়টি জানানো হয় বর্ধমান জিআরপিকে। সন্ধ্যা ৬টা ১০ নাগাদ ট্রেনটিকে বর্ধমান স্টেশনে দাঁড় করানো হয়। সেখানে অপেক্ষায় ছিলেন এক চিকিৎসক ও জিআরপি কর্মীরা। বর্ধমান স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে নামার পরেই নিশার প্রসব যন্ত্রণা আরও তীব্র হয়। জিআরপি মহিলা কনস্টেবলদের সহযোগীতায় প্ল্যাটফর্মেই বসার জায়গায় এক কন্যাশিশুর জন্ম দেন নিশা। পরে সদ্যোজাত ও তার মাকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়। দু’জনই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর।

Gobindobhog Rice : অকাল বৃষ্টিতে নষ্ট বিস্তীর্ণ চাষের জমি, বাড়ন্ত হবে গোবিন্দভোগ চাল?
কী জানালেন গৃহবধূর স্বামী?

গৃহবধূর স্বামী জানান, আমার স্ত্রীর ট্রেনে প্রসব যন্ত্রণা ওঠায় প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন। এক্সপ্রেস ট্রেনে কর্মরত রেল কর্মী ও পুলিশকে এরপর খবর দিই। সঙ্গে সঙ্গে ওঁরা হাওড়া স্টেশনে কন্ট্রোল রুমে ফোন করেন। বর্ধমান স্টেশনে আমাদের জন্য চিকিৎসক এবং মহিলা রেল কর্মীরা উপস্থিত ছিলেন। সেখানেই আমার স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। রেল কর্মীদের এই সাহায্যের আমরা সত্যি খুবই আপ্লুত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *