কী ঘটনা?
হুগলি চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের পাঙ্খাটুলি এলাকায় ব্যান্ডেল নৈহাটি রেল লাইনের খিলানের তলায় বসবাস করে কয়েকশ পরিবার। তাঁরা পুরসভা এলাকার ভোটার।বাসিন্দাদের অভিযোগ, পুরসভার ভোটের আগে বর্তমান কাউন্সিলর নির্মল চক্রবর্তী সহ তৃণমূল নেতৃত্ব প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকার প্রতিটা বাড়িতে পানীয় জল দেওয়া হবে। নিকাশি এবং শৌচালয় করে দেওয়া হবে।নির্বাচনের পর প্রায় দু’বছর হতে চলল, কিন্তু এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। রাস্তার ধারে পুরসভার কল থেকে জল আনতে হয়। কাঁচা শৌচালয়ে নিয়ে সমস্যা পোহাতে হয় বাসিন্দাদের। এই এলাকায় নিকাশির হাল খারাপ।
এই অবস্থায় স্থানীয় কাউন্সিলরকে পুরসভায় বাসিন্দারা আবেদন করেও কোনও ফল হয়নি। তাই তাঁদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। গতকাল তাঁরা পথ অবরোধ করেন। ক্ষোভের আঁচ পেয়ে ওই এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। একদিনের মধ্যে জল পৌঁছে দেওয়ার কথা বলেছেন তিনি। আর এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
কী বললেন বিধায়ক?
তৃণমূল বিধায়ক বলেন, ‘এরা খুবই গরিব মানুষ। পুর পরিষেবা থেকে কেউ বঞ্চিত থাকবে না। জল আগামিকালক দেওয়া হল কিনা তা দেখতে আসব আবার। নিকাশি শৌচালয় যাতে হয় তানিয়ে কথা বলব। সব সমস্যার সমাধান হয়ে যাবে। চুঁচুড়ার মানুষকে পরিবারের মতো মনে করি। এখানকার মানুষ আমাকে বিধায়ক হিসেবে নির্বাচিত করেছেন। তাঁদের সুখ দুঃখ দেখা আমার কাজ বলে মনে করি।’
অন্যদিকে বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, ‘ভোটের আগে প্রতিশ্রুতির ঝুলি নিয়ে এসেছিলেন, এখন আর কাউন্সিলরকে খুঁজে পাওয়া যায় না। ওই এলাকায় গেলে এখন ক্ষোভের মুখে পড়বেন তিনি। এখন বিধায়ক ড্যামেজ কন্ট্রোলের জন্য গিয়েছেন ওখানে। উনি আবার লোকসভা ভোটে প্রার্থী হবেন তাই নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছেন।’