Chinsurah Municipality : ‘…একদিনে জল পেয়ে যাবেন’, ড্যামেজ কন্ট্রোলে প্রতিশ্রুতি তৃণমূল বিধায়কের – asit mazumder hooghly chinsurah mla promise people to give water within one day


দু’বছরে হয়নি প্রতিশ্রুতি পালন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে রয়েছে চরম ক্ষোভ। আর তার মধ্যেই এবার একদিনের মধ্যে জল দেওয়ার প্রতিশ্রুতি প্রতিশ্রুতি বিধায়কের। রেলের জায়গায় বাড়ি বাড়ি পানীয় জল দেওয়া নিয়ে প্রশ্ন করেছিলেন খোদ কাউন্সিলর। সেই সূত্রেই এদিন প্রতিশ্রুতি দেন স্থানীয় বিধায়ক। সামনে লোকসভা ভোট। আর ভোট বড় বালাই। মানুষের ক্ষোভ আঁচ করে বাসিন্দাদের সঙ্গে গিয়ে কথা বলে একিদনের মধ্যে জল দেওয়ার প্রতিশ্রুতি দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।

কী ঘটনা?

হুগলি চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের পাঙ্খাটুলি এলাকায় ব্যান্ডেল নৈহাটি রেল লাইনের খিলানের তলায় বসবাস করে কয়েকশ পরিবার। তাঁরা পুরসভা এলাকার ভোটার।বাসিন্দাদের অভিযোগ, পুরসভার ভোটের আগে বর্তমান কাউন্সিলর নির্মল চক্রবর্তী সহ তৃণমূল নেতৃত্ব প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকার প্রতিটা বাড়িতে পানীয় জল দেওয়া হবে। নিকাশি এবং শৌচালয় করে দেওয়া হবে।নির্বাচনের পর প্রায় দু’বছর হতে চলল, কিন্তু এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। রাস্তার ধারে পুরসভার কল থেকে জল আনতে হয়। কাঁচা শৌচালয়ে নিয়ে সমস্যা পোহাতে হয় বাসিন্দাদের। এই এলাকায় নিকাশির হাল খারাপ।

এই অবস্থায় স্থানীয় কাউন্সিলরকে পুরসভায় বাসিন্দারা আবেদন করেও কোনও ফল হয়নি। তাই তাঁদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। গতকাল তাঁরা পথ অবরোধ করেন। ক্ষোভের আঁচ পেয়ে ওই এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। একদিনের মধ্যে জল পৌঁছে দেওয়ার কথা বলেছেন তিনি। আর এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

কী বললেন বিধায়ক?

তৃণমূল বিধায়ক বলেন, ‘এরা খুবই গরিব মানুষ। পুর পরিষেবা থেকে কেউ বঞ্চিত থাকবে না। জল আগামিকালক দেওয়া হল কিনা তা দেখতে আসব আবার। নিকাশি শৌচালয় যাতে হয় তানিয়ে কথা বলব। সব সমস্যার সমাধান হয়ে যাবে। চুঁচুড়ার মানুষকে পরিবারের মতো মনে করি। এখানকার মানুষ আমাকে বিধায়ক হিসেবে নির্বাচিত করেছেন। তাঁদের সুখ দুঃখ দেখা আমার কাজ বলে মনে করি।’

অন্যদিকে বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, ‘ভোটের আগে প্রতিশ্রুতির ঝুলি নিয়ে এসেছিলেন, এখন আর কাউন্সিলরকে খুঁজে পাওয়া যায় না। ওই এলাকায় গেলে এখন ক্ষোভের মুখে পড়বেন তিনি। এখন বিধায়ক ড্যামেজ কন্ট্রোলের জন্য গিয়েছেন ওখানে। উনি আবার লোকসভা ভোটে প্রার্থী হবেন তাই নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *