Hasin Jahan News: ‘বড় মেয়ে থার্ড ইয়ারে পড়ে, আর ছোটটা…’, কেমন আছেন হাসিন জাহানের প্রথম পক্ষের দুই সন্তান? – hasin jahan has 2 daughter with first husband where are they now


ক্রিকেট বিশ্বকাপে মহম্মদ সামির প্রদর্শন সকলকে মুগ্ধ করেছিল। সামির পাশাপাশি চর্চায় উঠে এসেছিল তাঁর স্ত্রী হাসিন জাহানের নামও। ক্রিকেটার ভালো হলেও স্বামী হিসেবে ততটা ভালো নন সামি, দাবি ছিল হাসিনের। এই নিয়ে তুঙ্গে ওঠে বিতর্কও। যদিও হাসিনের কোনও দাবি নিয়েই মুখ খোলেননি সামি।

হাসিনের জীবনের একটি অধ্যায় অনেকের কাছেই অজানা। সামির সঙ্গে বিয়ের আগে তিনি বীরভূমের বাসিন্দা সইফুদ্দিনকে বিয়ে করেছিলেন। তিনি পেশায় মুদী ব্যবসায়ী। জানা যায়, স্কুলে পড়ার সময় থেকেই নাকি তাঁদের সম্পর্ক। এরপর তাঁকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন হাসিন। দুই মেয়েও হয় তাঁদের।

কিন্তু, সেই সম্পর্ক টেকেনি। হাসিন জাহানের প্রথম থেকেই মডেলিং এবং অভিনয়ের প্রতি টান ছিল। তিনি সইফুদ্দিনের সঙ্গে বিচ্ছেদের পর কলকাতায় চলে আসেন এবং শুরু করেন মডেলিং। আইপিএল টুর্নামেন্টে চিয়ারলিডার ছিলেন তিনি। জানা যায়, একটি ম্যাচে হাসিনকে দেখে মুগ্ধ হয়েছিলেন স্বামী। এরপর তাঁদের প্রেম শুরু। ২০১৪ সালে তাঁরা বিয়ে করেন। তাঁদের একটি মেয়েও হয়। যদিও সেই সম্পর্কও পরবর্তীতে তিক্ত হয়ে ওঠে।

এদিকে হাসিন জাহানের প্রথম পক্ষের দুই কন্যা রয়েছে। তাঁরা থাকেন সইফুদ্দিনের সঙ্গেই। নতুন করে জীবন শুরু করেছেন সইফুদ্দিনও। সঙ্গে বুক দিয়ে আগলে রেখেছেন হাসিন এবং তাঁর দুই কন্যাকেও। কত বড় হলেন তাঁরা?

সইফুদ্দিন এই সময় ডিজিটাল-কে বলেন, ‘আমার বড় মেয়ে থার্ড ইয়ারে পড়ছে এবং ছোট মেয়েটা উচ্চ মাধ্যমিক দিয়েছে। আমার সঙ্গে হাসিনের কোনও যোগাযোগ নেই। মেয়েরাও আমার থেকে কিছু জানতে চান না। আমিও কিছু জিজ্ঞাসা করি না।’

মেয়েরা পড়াশোনা করে বড় হতে চান। কারও আলাদা করে মডেলিং নিয়ে কোনও আগ্রহ নেই বলেই মন্তব্য করলেন সইফুদ্দিন। তিনি বলেন, ‘আমার মেয়েরা লেখাপড়া নিয়েই থাকে। ওদের সিনেমা বা মডেলিং নিয়ে কোনও আগ্রহ নেই।’

Hasin Jahan Cheerleader : ছিলেন KKR-এর চিয়ার লিডার, কত বেতন পেতেন সামির স্ত্রী হাসিন জাহান?
উল্লেখ্য, সামি এবং হাসিনের সম্পর্ক এখন তলানিতে। ২০১৮ সালে হাসিন সামির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিল। এর মধ্যে ছিল ম্যাচ গড়াপেটা, পরকীয়া, গার্হ্যস্থ হিংসার মতো অভিযোগ। আপাতত তাঁরা আলাদা থাকেন।

‘শামির কেরিয়ার শেষ করতে চেয়েছিলেন’! এখন ‘মুস্কুরা দো’?

চলতি বিশ্বকাপে মহম্মদ সামি দুর্দান্ত খেলেছেন। বিশ্বকাপের সেমি ফাইনালে তিনি ছয় ছটি উইকেট নিয়ে রীতিমতো চমকে দিয়েছিলেন ভক্তদের। ফাইনালে কাপ ভারত ঘরে তুলতে পারেননি তিনি। তবে একটি উইকেট নেন মহম্মদ সামি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *