Municipal Recruitment Corruption Case : পুরসভা নিয়োগ দুর্নীতি মামলা, পাচু রায়কে জিজ্ঞাসাবাদ করল ইডি – ed interrogated former mayor pachu roy of municipal recruitment corruption case


এই সময়: পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ফের দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান পাচু রায়কে জিজ্ঞাসাবাদ করল ইডি। শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেন পাচু। এর আগেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ইডি সূত্রে খবর, তল্লাশির সময়ে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছিল তার ভিত্তিতেই এদিন প্রাক্তন পুরপ্রধানকে তলব করা হয়।

গত ১৯ মার্চ নিয়োগ মামলায় ধৃত ব্যবসায়ী অয়ন শীলের সল্টলেকের অফিস এবং হুগলিতে তল্লাশি চালায় ইডি। ওই সময়ে ওএমআর শিটের পাশাপাশি ২৮ পাতার একটি নথি পান তদন্তকারী অফিসারেরা। সেই সূত্রে জানা যায়, উত্তর দমদম, নিউ ব্যারাকপুর, দক্ষিণ দমদম-সহ বেশ কয়েকটি পুরসভায় বেআইনি ভাবে নিয়োগ হয়েছে।

দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন চেয়ারম্যান ছিলেন পাচু রায়। সেই নিয়োগপ্রক্রিয়া নিয়েই এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি সূত্রে খবর, ওই পুরসভায় মেডিক্যাল অফিসার, মজদুর, ওয়ার্ড মাস্টার থেকে শুরু করে হেল্পার, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ড্রাইভার পদে নিয়োগ হয়েছে। তাতে টাকার বিনিময়ে কারচুপি হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *