Ration Shop : রেশনের আটায় এ সব কী! তোলপাড় হাওড়া, তদন্তের নির্দেশ খাদ্য দফতরের – howrah domjur ration shop allegedly distribute expired wheat flour to consumers


রেশন বণ্টন দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্যে। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এই নিয়ে চর্চার মাঝেই রেশন দোকানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। রেশন দোকান থেকে দেওয়া হয়েছে মেয়াদ উত্তীর্ণ সরকারি আটার প্যাকেট। প্যাকেট খুলে আটা ঢালতে গিয়েই দেখা যায়, তাতে কিলবিল করছে পোকা। এমনটাই অভিযোগ স্থানীয়দের। আর এই অভিযোগ সামনে আসার পর ফের একবার রেশন থেকে দেওয়া সামগ্রীর গুনগত মান নিয়ে উঠে গেল প্রশ্ন।

আটায় কিলবিল করছে পোকা

হাওড়ার ডোমজুড়ের সলপ এলাকায় এই ঘটনা ঘটেছে। সলপ এলাকারা দাসপাড়ার বাসিন্দাদের এমনটাই অভিযোগ। রেশন দোকান থেকে আনা আটার প্যাকেট রুটি তৈরির সময় খুলতেই অবাক কাণ্ড। আটার ভিতর কিলবিল করছে পোকা। ভাল করে নজর পড়তে দেখা যায় সেই প্যাকেটের মেয়াদ প্রায় দেড় মাস আগে শেষ হয়ে গিয়েছে। মেয়াদ উত্তীর্ণ সেই আটার প্যাকেট বিলি করা হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা চান উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক রেশন ডিলারের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩০০ পরিবার দাসপাড়ার ওই রেশন দোকান থেকে আটা সংগ্রহ করেছিল। প্রতিটি প্যাকেটে পোকা পাওয়া গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই পোকা ধরা আটা খেলে শরীর খারাপ হতে পারে। রেশন দোকানে গিয়ে আটা ফেরত দিয়েছেন কয়েকজন ক্রেতা। রেশন ডিলার তুলসী মণ্ডলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। জেলা খাদ্য দফতরে অভিযোগ জানানো হয়েছে। জেলার ফুড কন্ট্রোলার এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় বাসিন্দা আফসানা বেগম বলেন, ‘তুলসী মণ্ডলের দোকান থেকে এই আটা এনেছিলাম। স্থানীয় আরও অনেকেই এই আটা নিয়ে আসেন। রাতে রুটি তৈরির জন্য আটার প্যাকেট খুলতেই দেখি ভিতরে কিলবিল করছে পোকা। এই আটা শিশুরাও খায়। পোকা ভর্তি আটা খেলে তাঁদের শারীরিক সমস্যা হতে পারত। আমরা রেশন ডিলারে শাস্তি চাই।’

কী বলছে জেলা খাদ্য দফতর?

ডোমজুড় অঞ্চল খাদ্য দফতরের আধিকারিকরা এ বিষয়ে মুখ না খুললেও ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অনন্যা প্রধান বলেন, ‘স্থানীয়দের অভিযোগ পেয়েছি। বিষয়টি আমাদেরও নজরে এসেছে। আমরা তদন্তের নির্দেশ দিয়েছি। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। গাফিলতি থাকলে রেশন ডিলার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *