WB SLST Job : কাটবে নিয়োগজট? কুণালের হস্তক্ষেপে সোমেই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে SLST-র চাকরিপ্রার্থীরা – wb slst job seeker will meet education minister bratya basu on 11 december


SLST-র ধরনা মঞ্চে পৌঁছলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন ১০০০ দিন পা দিয়েছে চাকরিপ্রার্থীদের আন্দোলন। চাকরির দাবিতে এদিন মাথা মুড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন রাশমণি পাত্র নামক এক চাকরিপ্রার্থী। এরপরেই রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ধর্মতলায়।

চাকরিপ্রার্থীরা দাবি করেন, দীর্ঘদিন থেকে তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন। কিন্তু, তা বাস্তবায়ন হচ্ছে না। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে SLST চাকরিপ্রার্থীদের মঞ্চে দেখা যায় রাজনৈতিক ব্যক্তিত্বদের। বিমান বসু থেকে শুরু করে কৌস্তভ বাগচি, একাধিক নেতা এদিনের ধরনা মঞ্চে উপস্থিত হন।

বিকেল সাড়ে তিনটে নাগাদ আচমকাই সেখানে যান কুণাল ঘোষও। তাঁকে দেখে চোর চোর স্লোগান দেন কয়েকজন। অন্যদিকে, রাজনৈতিক তরজাও তুঙ্গে ওঠে। কৌস্তভ বাগচি বলেন, ‘আমরা সরকারের প্রতিনিধি চাই। রাজ্য শাসক দলের প্রতিনিধি নয়।’ মুহূর্তে তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

অন্যদিকে, কুণাল ঘোষ বলেন, ‘আমি কারও সঙ্গে কথা বলে এখানে আসিনি। মাথা কামিয়ে নেওয়ার বিষয়টি দেখেছিলাম। এরপরেই আমি এখানে আসার সিদ্ধান্ত নিই।’ এদিন তিনি চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। যাঁরা মাথা কামিয়ে ফেলেছিলেন তাঁদের সঙ্গে কথা বলেন কুণাল ঘোষ।

সূত্রের খবর, আন্দোলনকারীদের সঙ্গে বসার পরেই সেখান থেকেই সরাসরি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ফোন করেন কুণাল ঘোষ। জানা গিয়েছে, ১১ তারিখ চাকরিপ্রার্থীদের সাত জন দেখা করতে পারেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এই প্রস্তাব কুণাল ঘোষের তরফে দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত চাকরিপ্রার্থীদের তরফে কোনও দিন নির্দিষ্ট করা হয়নি।

এদিন আন্দোলনকারীরা বলেন, ‘আমরা জট কাটানোর জন্য আগ্রহ প্রকাশ করেছিলাম। আলোচনায় বসতে চেয়েছিলাম ১০০০ দিন ধরে। আজ চুল কেটে আমরা প্রতিবাদ জানাই। এরপরেই কুণাল ঘোষ এসেছেন। আমরা চাই সরকার সদর্থক ভূমিকা নিক এবং মানবিক দিক থেকে আমাদের দাবি দাওয়া বিচার করা হোক। আমরা খুব শীঘ্রই নিয়োগপত্র পেয়ে স্কুলে যেতে চায়।’

SLST Protest : ‘চাকরি দিন’, ধরনার ১০০০ দিনে মাথা মুড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন মহিলা প্রার্থী
কুণাল ঘোষ বলেন, ‘এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু সকলেই চান সমস্যা মিটুক। আগামী সোমবার ব্রাত্য বসুর সঙ্গে মুখোমুখি বসতে চলেছেন চাকরিপ্রার্থীরা।’

এখন দেখার, ১০০০ দিনের আন্দোলনের পর কি বার হবে সমাধান সূত্র? সরকারের সঙ্গে কি আলোচনায় বসবেন আন্দোলনকারীরা? নিয়োগ সংক্রান্ত জট কী কাটবে?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *