একই দিনে মৃত্যু ১৩ জনের! ফের উত্তপ্ত মনিপুর! ফিল্ম ফেস্টিভ্যালে কী বলছেন মনিপুরী পরিচালক?


সৌমিতা মুখার্জি: ৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসব। প্রতিবছরের মতো এইবছরও দেশ বিদেশের বহু সিনেমা অংশ নিয়েছে চলচিত্র উৎসবে। মণিপুরি পরিচালক হাওবাম পবণ কুমার-এর সিনেমা “জোশেফ’স সন“-ও অংশ গ্রহণ করেছে। নন্দন চত্বরে জি ২৪ ঘন্টা ডিজিটালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে দেখতে পাওয়া গেল মণিপুরি পরিচালক পবণ কুমারকে।

পরিচালক তাঁর সিনেমা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তাঁর ছবির মূল প্রেক্ষাপট সাহিত্য অ্যাকাডেমি বিজেতা সুধীর নাওরইবাম-এর গল্প যেখানে ৯০-এর দশকের কুকি-নাগা সংঘর্ষ সম্পর্কে ছিল। সেই গল্প অবলম্বনেই এই সিনেমা বানান। তবে ছবিতে তিনি ৯০-এর দশকের সংঘর্ষের বদলে মণিপুরের বর্তমান অবস্থার কথা অন্তর্ভুক্ত করেছেন। বর্তমান সংঘর্ষের ফলে বাবা-ছেলের সম্পর্কের উপর কী প্রভাব পড়ছে সেই নিয়েই এই সিনেমা।

আরও পড়ুন: KIFF 2023 | Saurabh Shukla: চলচ্চিত্র উৎসব ‘সৌরভ’ময়! মাস্টার ক্লাসে উপচে পড়ল ভিড়…

পরিচালক কথায় কথায় মণিপুরের অবস্থা সম্পর্কেও জানায়। যেখানে তিনি বলেন, মণিপুর এখন খুবই একটা বাজে সময়ের মধ্য়ে দিয়ে যাচ্ছে। কেউই ঠিক মতো জানে না যে আসলে মণিপুরে কী ঘটছে।

তিনি নিজেও মণিপুরের সংখ্যা গরিষ্ঠ মেইতি সম্প্রদায়ের মানুষ। তবে সেখানের কুকি-মেইতি সংঘর্ষ নিয়ে তাঁর কোনও স্পষ্ট ধারণা নেই। তিনি মনে করছেন ৯০ দশকের কুকি-নাগা সংঘর্ষের মতো এই কুকি-মেইতি সংঘর্ষও ৫-৬ বছরের আগে থামবে না। দুই সম্প্রদায়ের মধ্যে একটা অবিশ্বাসের জায়গা তৈরী হয়েছে বলেই মনে করছেন অভিনেতা।

আরও পড়ুন: Fighter: মাঝ আকাশেই ‘ফাইটার’ জেটের লড়াই! ঠোঁটে ঠোঁট হৃত্বিক-দীপিকার…

 কিছুদিন আগেই আবারও সংঘর্ষে একইদিনে মৃত্য়ু হয়েছে ১৩ জন মণিপুরবাসীর। সেই কারণে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন মণিপুর সরকারকে একটি নোটিসও পাঠিয়েছে। এই বিষয়ে পরিচালককে জিজ্ঞাসা করলে তিনি জানান, এই ১৩ জনের মৃত্যুটাই শেষ না। ২০০-রও বেশি মানুষ এই সংঘর্ষে মারা গেছেন। এই পুরো বিষয়টাই পরিচালক এবং আমাদের সকলের কাছে দুঃখজনক। যত তারাতারি এই সমস্যা মিটবে তত ভাল বলেই মনে করছেন পরিচালক।

কিন্তু বর্তমানে এতো রকমের সমস্যা থাকা সত্ত্বেও তিনি মণিপুরেই থাকন বলেই জানিয়েছেন পরিচালক। তবে দেশ বিদেশের নানা চলচিত্র উৎসবে তাঁর সিনেমা দেখানোর কারণে বাড়ি ফিরতে পারছেন না বলেও জানান তিনি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *