নরম মাটিতে পায়ের ছাপ! ফের বাঘের আতঙ্ক কুলতলিতে Tiger scar in Kultuli


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন দফতরের লাগানো জাল ছেঁড়ার চেষ্টা! ফের বাঘের আতঙ্ক দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। শনিবার রাতেও বাঘ এসেছিল, দাবি স্থানীয় বাসিন্দাদের।

আরও পড়ুন:  Farmer Suicide: দেনার দায়ে ফের ‘আত্মঘাতী’ কৃষক! এবার হুগলির আরামবাগে…

ঘটনাটি ঠিক কী? সুন্দরবন থেকে দূরত্ব খুব বেশি নয়। বাঘের আতঙ্কে বিনিদ্র রাত কাটাচ্ছেন কুলতলি মৈপীঠের গৌড়চক এলাকার বাসিন্দারা। শনিবার সকালে এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পান তাঁরা। খবর  দেওয়া হয় বন দফতর ও থানায়। স্রেফ পাহাড় দেওয়াই নয়, জাল দিয়ে এলাকা ঘিরে ফেলেছেন বনকর্মীরা। 

আরও পড়ুন:  Midnapur Medical College: ‘ভুল’ চিকিত্সায় ভেন্টিলেশনে, সন্তানকে সুস্থ করতে মন্ত্রীর পায়ে পড়লেন পরিবারের লোকজন

বনদফতর সূত্রে খবর, শনিবার দিনভর নজরদারি চালিয়েও বাঘের সন্ধান মেলেনি। আজ, রবিবার সকাল ফের খোঁজ শুরু হয়। কিন্তু স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক কাটছে না। বরং সময় যত গড়াচ্ছে, ভয় যেন ততই জাঁকিয়ে বসছে!গ্রামবাসীরা জানিয়েছেন, ‘জাল দিয়েছিল গতদিন, বনদফতরের লোক এসে। উল্টো পাশে আবার দেখি, জাল ছেঁড়ার চেষ্টা করেছে বাঘ। খুবই আতঙ্কিত, সারা রাত মানুষ ঘুমোতে পারেনি। কালে থেকে বন দফতরের কর্মী এসেছে। আবার উল্টোপাশে ঘেরার চেষ্টা করছে’। বাঘের তাজা পায়ের ছবিও দেখা গিয়েছে এলাকা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *