এই সময়, ভাটপাড়া: পুরসভায় দুর্নীতি, সমবায় দুর্নীতি, ভাটপাড়া-জগদ্দলে পরপর ঘটে যাওয়া খুনের ঘটনায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে এ বার নিশানা করলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। এমনকী পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিধায়ক। সামনেই লোকসভা ভোট। তার আগে সাংসদকে উদ্দেশ্য করে তৃণমূল বিধায়কের মন্তব্য ঘিরে ফের একবার প্রকাশ্যে চলে এল তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব। বিরোধীদের কটাক্ষ, যত দিন যাবে এই কোন্দল আরও বাড়বে।
কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শুক্রবার ভাটপাড়া পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ ছিল আইএনটিটিইউসি। সেই মঞ্চেই বক্তব্য রাখতে উঠে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং তাঁর ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে একহাত নেন বিধায়ক। সোমনাথ বলেন, ‘২০১১ থেকে ২০১৯-এর মধ্যে ভাটপাড়া পুরসভা থেকে বিভিন্ন ভাবে তিনশো কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। সব ক্ষেত্রেই যদি ইডি-সিবিআই হয়, এ ক্ষেত্রে কেন হবে না?’ উল্লেখ্য, বিধায়ক যে সময়ের কথা বলছেন সেই সময়ের একটা বড় অংশ ভাটপাড়া পুরসভায় পুরপ্রধান ছিলেন অর্জুন সিং।
কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শুক্রবার ভাটপাড়া পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ ছিল আইএনটিটিইউসি। সেই মঞ্চেই বক্তব্য রাখতে উঠে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং তাঁর ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে একহাত নেন বিধায়ক। সোমনাথ বলেন, ‘২০১১ থেকে ২০১৯-এর মধ্যে ভাটপাড়া পুরসভা থেকে বিভিন্ন ভাবে তিনশো কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। সব ক্ষেত্রেই যদি ইডি-সিবিআই হয়, এ ক্ষেত্রে কেন হবে না?’ উল্লেখ্য, বিধায়ক যে সময়ের কথা বলছেন সেই সময়ের একটা বড় অংশ ভাটপাড়া পুরসভায় পুরপ্রধান ছিলেন অর্জুন সিং।
সোমনাথের প্রশ্ন, পুরসভা যেখানে কর্মীদের পেনশন, গ্র্যাচুইটির টাকা দিতে পারছিল না, সেখানে সাংসদের এক আত্মীয়কে কী ভাবে প্রায় সাড়ে চার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল পুর তহবিল থেকে? এরপর সমবায় দুর্নীতির প্রসঙ্গে তুলে অর্জুন এবং তাঁর ভাইপো পাপ্পু সিংয়ের দিকে অভিযোগের আঙুল তোলেন বিধায়ক। দুর্নীতির পাশাপাশি সদ্য জগদ্দলে খুন হওয়া বিক্কি যাদব ও পরপর কয়েকটি খুন ও খুনের চেষ্টার ঘটনায় সোমনাথ তোপ দাগেন সাংসদের ভাইপো পাপ্পু সিংকে। সোমনাথের এই বক্তব্য নিয়ে অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া চাইলে তিনি বলেন, ‘রবিবার ভাটপাড়ায় মিছিল আছে। মিছিল শেষে যা বলার বলব।’