Ferry Service Howrah : যাতায়াতে জলপথ ভরসা? রইল হাওড়া জেলার ফেরি সার্ভিসের খুঁটিনাটি – howrah ferry ghat service know the route and time table details


রাজ্যের যে জেলাগুলোর মধ্যে সবথেকে বেশি ফেরি সার্ভিস ব্যবহৃত হয়, তার মধ্যে অন্যতম হল হাওড়া জেলা। গঙ্গার পার্শ্ববর্তী এই জেলার অন্যতম যোগাযোগ মাধ্যম হল ফেরি সার্ভিস। বিশেষত, হাওড়া থেকে কলকাতার মধ্যে হাজার হাজার মানুষ ফেরি সার্ভিস ব্যবহার করে পারাপার করেন। কোন কোন ফেরিঘাট দিয়ে নৌ চলাচল করে, সময়সূচি কেমন, দেখে নেওয়া যাক একনজরে।

কী কী ঘাট রয়েছে?

হাওড়া জেলার ঘাটগুলির মধ্যে অন্যতম হল হাওড়া স্টেশন ফেরি ঘাট, বটানিক্যাল গার্ডেন ফেরিঘাট, উলুবেড়িয়া ফেরি ঘাট, শিবপুর ফেরিঘাট, মানিকপুর ফেরি ঘাট, নজিরগঞ্জ ফেরি ঘাট, শালিমার, বেলুড় মঠ সহ একাধিক গুরুত্বপূর্ণ ঘাট রয়েছে। হাওড়া স্টেশন সংলগ্ন চাঁদমারি ঘাট, রামকৃষ্ণপুর ঘাট, শিবপুর ঘাট, নাজিরগঞ্জ ঘাট, বাউরিয়া, গাদিয়াড়া ও গোলাবাড়ি এই বিভিন্ন লঞ্চ ঘাটের যাত্রী সংখ্যা বেশ ভালোই থাকে।

ফেরি সার্ভিস কেমন?

যাত্রীদের জন্য যে লঞ্চ চালানো হয় তার সময়সীমা আপাতত নাজিরগঞ্জ লঞ্চঘাট ভোর সাড়ে চারটা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে, বাউরিয়া সকাল ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত চালু থাকে। অন্যান্য ঘাটগুলিতে কমবেশি সকাল সাতটা থেকে আটটার মধ্যে চালু হয়ে যায়। ফেরি চলাচল চলতে থাকে রাত আটটা থেকে নয়টা পর্যন্ত। যাত্রীর সংখ্যার তারতম্য অনুসারে আধ-একঘন্টা নয় নৌ যান চলাচলের সংখ্যা কমবেশি হয়।

বেলুড় থেকে দক্ষিণেশ্বর

হাওড়া জেলার বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার জন্য প্রচুর পর্যটক ফেরি সার্ভিস ব্যবহার করেন। সেই কারণে মা ভবতারিণী ঘাট থেকে দুই পাড়ে যাতায়াত হয়। বেলুড় থেকে সকাল সাড়ে সাতটায় ফেরি চলাচল শুরু হয়। সকাল দশটা পর্যন্ত এক ঘণ্টা অন্তর এবং দশটার পর থেকে আধ ঘণ্টা অন্তর ফেরি চলাচল করে। শেষ ফেরি চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত।

Hooghly Ferry Service : হুগলিবাসীর যোগাযোগের অন্যতম ভরসা, বিভিন্ন ঘাটের ফেরি পরিষেবার সময়সূচি-ভাড়া জানুন
হাওড়া থেকে কলকাতা ফেরি সার্ভিস

তবে হাওড়া জেলা থেকে সবথেকে প্রসিদ্ধ রুট হল কলকাতা। হাওড়া থেকে ফেরি সার্ভিসের মাধ্যমে কলকাতার মধ্যে সবথেকে বেশি যাত্রী যাতায়াত করেন । এর মধ্যে হাওড়া – বাগবাজার ঘাট পর্যন্ত প্রতিদিন সকাল ৭:৪০ থেকে রাত ৯ টা পর্যন্ত ফেরি চলাচল করে। প্রতিদিন ১০ মিনিট অন্তর ফেরি চলাচল করে। হাওড়া থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত প্রতিদিন সকাল ৮ থেকে রাত ৮ টা পর্যন্ত ফেরি সার্ভিস চলে। এখানেও ১০ মিনিট অন্তর ফেরি চলাচল করে। হাওড়া থেকে ফেয়ারলি প্লেস পর্যন্ত প্রতিদিন সকাল ৮ থেকে রাত ৮ টা পর্যন্ত ১০ মিনিট অন্তর ফেরি চলাচল করে। হাওড়া থেকে চাঁদপাল ঘাট পর্যন্ত প্রতিদিন সকাল ৭:৩০ থেকে রাত ৮ টা পর্যন্ত সারাদিন ১০ মিনিট মিনিট অন্তর ফেরি চলাচল করে। হাওড়া থেকে শিপিং কর্পোরেশন ঘাট পর্যন্ত প্রতিদিন সকাল ৮ থেকে রাত ৮ টা পর্যন্ত ১০ মিনিট অন্তর ফেরি চলাচল করে। মাথাপিছু ভাড়া কমপক্ষে ৫ থেকে ১০ টাকা হয়ে থেকে বিভিন্ন ফেরি ঘাটে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *