Kalighater Kaku : নিয়োগ দুর্নীতিতে ইডি তদন্ত আইসিসিইউ ভর্তি ‘কাকু’ বাইরে জওয়ান, আদালতে যাওয়ার ভাবনা – ed has deployed central forces for surveillance of kalighater kaku outside the cardiology department of sskm hospital


এই সময়: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র বুকে ব্যথা নিয়ে ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগের আইসিসিইউ-তে। ওই ওয়ার্ডের বাইরে এবার ‘নজরদারির’ জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল ইডি। কালীঘাটের কাকুর স্বাস্থ্যের উন্নতি হলেই তাঁকে নিয়ে যাওয়া হতে পারে জোকা ইএসআই হাসপাতালে। এর পাশাপাশি কাকুর শারীরিক পরিস্থিতি জানতে ইডি আধিকারিকেরা এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করছেন। সুজয়কে নিয়ে ফের টানাপড়েন শুরু হওয়ায়, প্রয়োজনে বিষয়টি তাঁরা কলকাতা হাইকোর্ট অথবা ইডি বিশেষ আদালতকেও জানাতে পারে বলে সূত্রের খবর।

শুক্রবার সকালে সুজয়কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম হাসরপাতাল থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল ইডি। দীর্ঘদিন ধরেই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারছেন না তদন্তকারীরা। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে ইএসআই হাসপাতালে মেডিক্যাল টেস্টের অনুমতি পেলেও ওই দিন হঠাৎ সুজয়কৃষ্ণকে আইসিসিইউ-তে ‘শিশু’দের জন্য বরাদ্দ বেডে স্থানান্তরিত করা হয়।

সে কারণে কাকুকে শুক্রবার আর ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। ইডি আধিকারিকেরা ফিরে গেলেও, কাকুর নিরাপত্তার জন্য ওয়ার্ডের বাইরে ২ জন সিআইএসএফ জওয়ানকে মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে এসএসকেএম সূত্রে খবর, বুকে ব্যথা নিয়ে আইসিসিউতে গেলেও, সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *