কী জানালেন মুখ্যমন্ত্রী?
মুখ্যমন্ত্রীর এদিন জানান, অনেক ভুয়ো সার্টিফিকেট হয়েছে আদিবাসীদের নাম নিয়ে। আমরা সেগুলি রিভিউ করে দেখছি। অনেক কার্ড বাতিল করা হয়েছে। তিনি বলেন, ‘আপনাদের অধিকার যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, সেটা আমরা লক্ষ্য রাখছি। অনেক কার্ড বাতিল করা হয়েছে। আগামীদিনে রিভিউ করে বাকি ভুয়ো কার্ড বাতিল করে দেওয়া হবে।’
আলিপুরদুয়ার সরকারি অনুষ্ঠান
বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই একাধিক প্রকল্পের উদ্বোধন ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন জানান, অনেকেই আছেন যাঁদের আদিবাসী শংসাপত্র নেই। সেই কারণে তাঁরা সরকারি অনেক পরিষেবা থেকে বিরত থাকছেন। আগামী ১৫ ডিসেম্বর থেকে ফের দুয়ারে সরকার শুরু হচ্ছে জেলায় জেলায়। মুখ্যমন্ত্রী আদিবাসী সম্প্রদায়ের মানুষের উদ্দেশে জানান, আপনারা যাঁদের সার্টিফিকেট নেই, তাঁরা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করবেন। তাঁদের পরিবারের কারও একজনের এই সার্টিফিকেট থাকলে সেটা দেখে নতুন আবেদনকারীকে সার্টিফিকেট দেওয়া হবে।
পাট্টা দেওয়ার ঘোষণা
আলিপুরদুয়ার চা বাগান শ্রমিকদের পাট্টা দেওয়ার ব্যাপারে এদিন নিশ্চয়তা দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, চা শ্রমিকদের ১ লাখ ২০ হাজার টাকা করে দেওয়া হবে ঘর নির্মাণের জন্য বলেও এদিন জানান তিনি। চা শ্রমিকরা যাতে দ্রুত পাট্টা পাওয়া ব্যবস্থা করা হবে। চা সুন্দরী প্রকল্পের পাশাপাশি, এই অতিরিক্ত অর্থ প্রদান করার ব্যবস্থা করা হচ্ছে চা শ্রমিকের বাড়ি নির্মাণের জন্য। আলিপুরদুয়ার জেলায় ছয় হাজার শ্রমিকদের পাট্টা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ৬,৪৪২ জনকে পাট্টা দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।