SSC : সোমে চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী! মধ্যস্থতা করবেন কুণাল, কাটবে জট? – ssc job seekers will meet education minister bratya basu with mediator kunal ghosh


আগামী কাল, সোমবার সরকারি চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সরকারি চাকরি প্রার্থীদের অনশন মঞ্চে গিয়ে এই বৈঠকের ব্যাপারে কথা দিয়ে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেই অনুযায়ী সোমবার বৈঠক হতে চলেছে। বৈঠকে অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত থাকতে চলেছেন কুণাল ঘোষ নিজেও।

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক

শনিবার সরকারি চাকরিপ্রার্থীদের ধরনার হাজারতম দিন পূর্ণ হয়। শনিবার প্রতিবাদ জানাতে গিয়ে পূর্ব মেদিনীপুর ভোগপুরের বাসিন্দা তথা মহিলা চাকরিপ্রার্থী রাসমণি পাত্র নিজের মাথার চুল কামিয়ে ফেলেছিলেন। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। একাধিক রাজনৈতিক নেতা একের পর এক হাজির হতে থাকেন সেদিনের মঞ্চে। বিকেলে ওই মঞ্চে ছুটে যান কুণাল ঘোষ। সেখানে চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। এরপরেই জট কাটাতে সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক ঠিক হয়।

সোমবার কাটবে জট?

সোমবার রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করবেন সরকারি চাকরি নিয়ে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। তার সঙ্গে এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন নিজেও। তবে সরকারি পদস্থ না হয়ে কুণাল ঘোষ কী করে এই বৈঠকে উপস্থিত থাকেন, এই নিয়ে উঠছে প্রশ্ন। যদিও আন্দোলনকারীদের দাবি, উনি যেহেতু তাঁদের সঙ্গে সরকারের বৈঠকের বিষয়টি নিয়ে মধ্যস্থতা করেছেন, সেই কারণে তিনি উপস্থিত থাকবেন।

SLST : ‘শরীরটা ভালো নেই…’, মাথায় একটুকরো কাপড় বেঁধে বাড়ি ফিরলেন রাসমণি
কী বলেন কুণাল?

কুণাল ঘোষ এদিন একটি সাংবাদিক বৈঠক থেকে বলেন, ‘ নিয়োগের বিষয়টি মধ্যে একটি আইনি জট রয়েছে। সেটা কী ভাবে দূর করা যায় সে কারণেই বৈঠক হচ্ছে।’ পাশাপাশি, চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চকে ব্যবহার করে বিরোধীদের একাংশ রাজনীতি করছেন বলেও তিনি দাবি করেন। চাকরি প্রার্থীদের যাতে দ্রুত নিয়োগ হয়, সে ব্যাপারে যে সমস্ত বিরোধী দলের নেতারা মঞ্চে গিয়ে সহমর্মী হচ্ছেন, তাঁরাই আবার আদালতে গিয়ে নিয়োগ প্রক্রিয়াকে বিলম্বিত করতে একের পর এক মামলা করছেন বলে যুক্তি দেন তিনি। তাঁর কথায়, আইনের জট কাটলে মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রীর সঙ্গে সঙ্গে নিয়োগের ব্যাপারে আগ্রহী।
প্রসঙ্গত, এর আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেন আন্দোলনকারীরা। সেখানেও বৈঠকের ব্যাপারে মধ্যস্থতা করেছিলেন কুণাল ঘোষ। তবে সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে যাবতীয় জটিলতা কী কাটবে? সেদিকেই তাকিয়ে আছে বাংলার শিক্ষা মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *