Suvendu Adhikari : ‘সব টাকা কেন্দ্র দেয়…’, পানীয় জল প্রকল্প নিয়ে মমতার দাবি নস্যাৎ শুভেন্দুর – suvendu adhikari rejects mamata banerjee claim about jal jeevan mission prakalpa in west bengal


ডিসেম্বরের মধ্যে আলিপুরদুয়ার জেলায় সমস্ত পরিবারের ঘরে পানীয় জল সরবরাহের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক সভা থেকেই পানীয় জল সরবরাহ প্রকল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিজ্ঞাপনী প্রচার করার অভিযোগ তুলছেন তিনি। পানীয় জল প্রকল্পের জন্য জমি দেওয়া থেকে রক্ষণাবেক্ষণের কাজ রাজ্য সরকার করে বলেই দাবি তাঁর। পালটা মুখ্যমন্ত্রীকে ‘মিথ্যাবাদী’ বলে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

কী বললেন শুভেন্দু?

শুভেন্দু এদিন সরাসরি জানান, মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কাছে মিথ্যা প্রচার করছে। তাঁর দাবি, সমস্ত পরিবারের কাছে পাইপযুক্ত জলের সংযোগ দেওয়ার প্রকল্পটি জল জীবন মিশনের (জেজেএম) অধীনে। এটি সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের বাজেটে করা হয়। রাজ্য সরকার শুধুমাত্র জেজেএম বাস্তবায়নের জন্য প্রয়োজন৷
কিছু পরিসংখ্যান দিয়ে শুভেন্দু এদিন জানান, বাংলা লক্ষ্যমাত্রার শুধুমাত্র 40% অর্জন করেছে। যেখানে জাতীয় গড় 71%। তাঁর দাবি, অন্যান্য রাজ্যের তুলনায় বাংলা সমস্ত রাজ্যের নীচের দিকে রয়ে গিয়েছে। প্রকৃতপক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য প্রশাসনের অযোগ্যতার কারণে, প্রতি বছর জেজেএম প্রকল্পের অধীনে প্রাপ্ত তহবিলগুলি রাজ্য সরকার তাদের ব্যবহার করতে ব্যর্থতার কারণে ফেরত পাঠায়।

আর কী দাবি শুভেন্দুর?

শুভেন্দু নিজের এক্স হ্যান্ডেলে জানান, রাজ্যের 1.04 কোটিরও বেশি গ্রামীণ পরিবার এখনও এই প্রকল্পের আওতাভুক্ত নয়। ভারতের সমস্ত রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত সর্বাধিক সংখ্যক পরিবার এই প্রকল্প থেকে বঞ্চিত আমাদের রাজ্যে। এছাড়া, 2022-23 সাল পর্যন্ত জেজেএম-এর জন্য রাজ্যে বরাদ্দকৃত মোট পরিমাণের 6,296.56 কোটি (মাত্র প্রায় 40%) কেন্দ্রীয় সহায়তা নিয়েছে। গত ৪ বছরে 9,492 কোটি কেন্দ্রীয় সহায়তা পেয়েছে বাংলা।

Mamata Banerjee : ১২ ডিসেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে ৫ হাজার টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘ এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার বিজ্ঞাপনী প্রচার করে, কিন্তু জমি কে দেয়? রাজ্য সরকার। কাজের রক্ষণাবেক্ষণ কারা করে? রাজ্য সরকার। টাকা কে দেয়? রাজ্য সরকার। আর দালালি করে বিজেপি, কেন্দ্রীয় সরকার।’ আলিপুরদুয়ার বাসীর উদ্দেশে এদিন মমতা জানান, আপনারা অনেকদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন। কিন্তু, আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে আপনাদের ঘরে ঘরে জল পৌঁছে যাবে। সরকার সেই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ‘কেন্দ্রের টাকা নিয়ে রাজ্য সরকার লুঠ করছে। পাশাপাশি, মানুষের সামনে মিথ্যা প্রচার করছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *