Toto Rickshaw : যত্রতত্র গজিয়ে উঠছে অবৈধ টোটোর শোরুম, কড়া পদক্ষেপ পরিবহণ দফতরের – north dinajpur transport department sent notice to illegal toto showroom at raiganj


পাড়ায় পাড়ায় গজিয়ে উঠছে টোটো গাড়ির শোরুম। অথচ, ট্রেড সার্টিফিকেট বা বৈধ লাইসেন্স ছাড়াই চলছে এই শোরুমগুলো। রমরমিয়ে চলা এই অবৈধ টোটো ব্যবসার বিরুদ্ধে পদক্ষেপ শুরু করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। টোটো শোরুমের মালিকের কাছে নোটিশ পাঠাল পরিবহণ দফতর।

কী জানা যাচ্ছে?

উত্তর দিনাজপুর জেলায় জেলা প্রশাসনের ট্রেড সার্টিফিকেট রেজিস্ট্রেশন ছাড়াই একাধিক জায়গায় টোটো গাড়ির শোরুম চালু করা হয়েছে বলে অভিযোগ ছিল। এবার নড়েচড়ে বসল প্রশাসন। একাধিক অবৈধ টোটো শোরুমের বিরুদ্ধে নোটিশ পাঠাল জেলা পরিবহণ দফতর। শোরুম চালানোর জন্য বৈধ কাগজপত্র আছে কিনা, তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এছাড়াও যাবতীয় নথিপত্র রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসে জমা করতে বলা হয়েছে শোরুম মালিকদের।

কতজনকে নোটিশ?

জানা গিয়েছে, জেলা পরিবহণ দফতরের তরফে দুটো চারচাকা এবং আট থেকে দশটি টোটোর শোরুম মালিকের বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয়েছে। শোরুম মালিকদের কাছ থেকে সদুত্তর না পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের সোহরাই মোড় এবং শিলিগুড়ি মোড়ে দু’টি নামী কোম্পানির গাড়ির শো রুম রয়েছে। যাঁরা বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি বিক্রি করছে। এছাড়াও ইটাহারে দু’টি, কালিয়াগঞ্জে একটি, টুঙ্গিদিঘিতে দু’টি এবং রায়গঞ্জের বোগ্রামের একটি টোটো শোরুমের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। এই গাড়ির শোরুম মালিকদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। জেলা প্রশাসন থেকে অভিযুক্ত মালিকদের শোরুম বন্ধ রাখার কথা জানানো হয়েছে। আগামী তিনদিনের মধ্যে সমস্ত নথি জমা দিতে বলা হয়েছে।

INTTUC : তৃণমূল পরিচালিত পুরসভায় অবস্থান বিক্ষোভে শাসক দলের কর্মী সংগঠন! রায়গঞ্জে শোরগোল
নিয়ম বলছে, এই ধরনের গাড়ির শোরুম চালু করার আগে রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস থেকে ট্রেড সার্টিফিকেট রেজিস্ট্রেশন তৈরি করতে হয়। তবে নিয়মের তোয়াক্কা না করেই ব্যবসায়িক মুনাফা লাভের আশায় অনেকেই শোরুম চালু করে দিচ্ছেন রেজিষ্টেশন ছাড়াই। অনেকেই আবার ভিন রাজ্যের টিসিআর সার্টিফিকেট ব্যবহার করছে। সংশ্লিষ্ট জেলার টিসিআর সার্টিফিকেট পাওয়ার পর একটি নির্দিষ্ট নম্বর দেওয়া হয় পরিবহণ দফতরের তরফে। বৈধ কাগজপত্র দেখাতে না পারলে কিছুদিনের মধ্যেই তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *