৩ বছর পর ফের বিশ্বভারতীর মাঠে পৌষমেলা! paush-mela to organised in Shantiniketan after 3 years


প্রসেনজিৎ মালাকার: জল্পনার অবসান। ৩ বছর পর ফের বিশ্বভারতীর মাঠেই ফিরল পৌষমেলা। কীভাবে? বীরভূম জেলা প্রশাসনকে মাঠ ব্যবহারের অনুমতি দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বিশ্বভারতীর অন্যতম বড় উৎসব দুটি। পৌষমেলা আর বসন্ত উৎসব। করোনা কারণে দু’বছর মেলা হয়নি। এরপর বিদ্যুৎ চক্রবর্তী যখন বিশ্বভারতীর উপাচার্য, তখন শান্তিনিকেতনে বন্ধ হয়ে যায় পৌষমেলা। শুরু হয় পৌষ উৎসব।  এমনকী, বসন্ত উৎসবেও আশ্রমিক, প্রাক্তনী ও পর্যটকদের অংশগ্রহণের রাশ টানে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

বিশ্বভারতীর উপাচার্য পদে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ। অন্তবর্তীকালীন উপাচার্য হিসেবে এখন দায়িত্ব কলাভবনের অধ্যাপক সঞ্জয় মল্লিক। কিন্তু 
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট জানিয়ে দিয়েছে, ইচ্ছা থাকলে এবছর পৌষমেলা আয়োজন করা যাচ্ছে না! কেন? সময়ের অভাব ও অনলাইনে কাজের জটিলতা।

 

সবিস্তারে আসছে…





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *