Harikrishna Dwivedi : বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতিতে জোর, প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব – state chief secretary harikrishna dwivedi held an administrative meeting on the progress of various developmental works in cooch behar


এই সময়, কোচবিহার: কোচবিহার জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী৷ রবিবার ল্যান্সডাউন হলে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরে মুখ্যসচিব জানিয়েছেন, কোচবিহার বিমানবন্দরে যাতে বেশি আসনের বিমান চলাচল করতে পারে সেই ব্যাপারে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। রানওয়ে বাড়িয়ে বেশি আসনের বিমান চলাচলের জন্য কাজ শুরু হয়েছে। কোচবিহার-কলকাতা রুটে এখন নয় আসনের বিমান চলাচল করছে৷

ছোট রানওয়ের কারণে বেশি আসনের বিমান ওঠানামায় বাধা হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে কোচবিহারে মরা তোর্ষা নদীর উপর দিয়ে বিমান চলাচলের জন্য রানওয়ে তৈরির কাজ শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যসচিব বলেন, ‘ইতিমধ্যেই বিমানবন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের আধিকারিকরা বিমানবন্দর পরিদর্শন করেছেন। খুব শীঘ্রই যাতে বেশি আসনের বিমান চলাচল করে সেব্যাপারে উদ্যোগ নেওয়া হবে৷’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *