IT Raid in Kolkata : কলকাতায় আয়কর হানা, ঢাকুরিয়ার অভিজাত আবাসনে তল্লাশি! মদকাণ্ডের সঙ্গে যোগ? – income tax department officials raids kolkata dhakuria buisnessman flat on monday


ওড়িশা ও ঝাড়খণ্ডের একাধিক জায়গায় সম্প্রতি হানা দিয়েছে আয়কর দফতর। ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়ি ও গুদামে ৬ দিন ধরে তল্লাশি চালিয়ে ৩৫০ কোটি টাকারও বেশি উদ্ধার করা হয়েছে। এখনও চলছে তল্লাশি। এই অবস্থায় কলকাতায় হানা আয়কর দফতরের। কলকাতায় তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা।

কলকাতায় আয়কর অভিযান

সোমবার কলকাতায় অভিযান চালায় আয়কর আধিকারিকদের একটি দল। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার এক অভিজাত আবাসনে হানা দেন তাঁরা। আয়কর দফতর সূত্রে খবর, বিদেশি মদ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেন আয়কর আধিকারিক। এই ব্যক্তি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্তা ছিলেন বলে জানা গিয়েছে। তবে আয়কর দফতরের তরফে অভিযানের কারণ নিয়ে সরকারিভাবে কোনও কিছু জানানো হয়নি।

আয়তর দফতর সূত্রে খবর, বিদেশি মদ প্রস্তুতকারক সংস্থা সংক্রান্ত অভিযোগে গোটা দেশের একাধিক রাজ্যে অভিযান চালানো হচ্ছে। ওড়িশায় মদের কারখানা ও ঝাড়খণ্ডে কংগ্রেস সাংসদের বাড়ি থেকে বিরাট অঙ্কের টাকা উদ্ধার হয়। সেই মামলার তদন্তে ঢাকুরিয়ার বাসিন্দা প্রাক্তন আইএফএ কর্তার নাম সামনে আসে। সেই সূত্রে সোমবার তাঁর বাড়িতে অভিযান চালনো হয়। ম্যারাথন তল্লাশির পাশাপাশি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে।

আয়কর দফতর সূত্রে খবর, ঢাকুরিয়ার এই ব্যবসায়ীর বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। তা বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা। একই সঙ্গে বেশ কিছু নতুন নামও সামনে উঠে এসেছে। তা খতিয়ে দেখে আয়কর দফতরের তরফে পরবর্তী পদক্ষেপ করা হবে।

কংগ্রেস সাংসদের বাড়িতে কুবেরের ধন

অন্যদিকে ঝাড়খণ্ডের রাজ্যসভার কংগ্রেস সাংসদের বাড়িতে হানা দেয় আয়কর। কুবেরের ধন উদ্ধার হয়েছে কংগ্রেস সাংসদের বাড়ি থেকে। সাংসদ ধীরজ সাহুর বাড়ি থেকে এখনও অবধি ৩৫১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এখনও টাকা গোণার কাজ চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। আরও কয়েকটি লকার ও আলমারির তল্লাশি করা এখনও বাকি বলে জানা গিয়েছে।

কংগ্রেস সাংসদের বাড়িতে থাকা এই টাকা গুণতে কার্যত দিশেহারা আয়কর দফতরের আধিকারিকরা। ১৭৬টি ব্যাগে করে উদ্ধার হওয়া ৩৫১ কোটি টাকা ওড়িশার তিন স্টেট ব্যাঙ্কের ব্রাঞ্চে নিয়ে যাওয়া হয়। স্ট্রেট ব্যাঙ্কের এক আধিকারিক জানিয়েছে, ২৫টি মেশিন ও ৫০ জন ব্যাঙ্ক কর্মীকে ওভার টাইম কাজ করিয়ে এই টাকা গোণার কাজ শেষ করা হয়েছে। কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা এল তাঁকে খুঁজে দেখার চেষ্টা করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই সাংসদকে শোকজ করেছে কংগ্রেস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *