Ration Scam West Bengal : রেশন দুর্নীতিতে চার্জশিট শীঘ্রই, থাকতে পারে বাকিবুর এবং জ্যোতিপ্রিয়র নামও! – ed to submit charge sheet in ration corruption case


এই সময়: খুব শিগগিরই রেশন দুর্নীতি মামলায় চার্জশিট জমা করতে চলেছে ইডি। চলতি সপ্তাহে চার্জশিট পেশ করা হতে পারে বলে ইডি সূত্রের খবর। রেশন দুর্নীতি মামলায় প্রথমে গ্রেপ্তার করা হয় ব্যবসায়ী বাকিবুর রহমানকে। সেই সূত্রে গ্রেপ্তার করা হয় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও। চার্জশিটে তাঁদের নাম ছাড়াও থাকতে পারে বেশ কয়েকটি সংস্থার নাম। কত কোটি টাকার দুর্নীতি হয়েছে, তা-ও উল্লেখ করা হবে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, প্রায় ৫৫ ঘণ্টা ধরে তল্লাশির পর গত ১৩ অক্টোবর ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেপ্তার করে একটি ডায়েরির হদিশ পায় ইডি। তাতে কাকে, কবে, কত টাকা দেওয়া হয়েছে, তার বিস্তারিত তথ্য লেখা ছিল। সেই তথ্যের ভিত্তিতে বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের যোগসাজশের বিষয়টি জানা গিয়েছে বলে দাবি করেছে ইডি। জানা যায়, বাকিবুরের থেকে ৯ কোটি টাকা ঋণ হিসেবে নিয়েছেন জ্যোতিপ্রিয়। গ্রেপ্তার হওয়ার আগের দিন পর্যন্ত সেই টাকা তিনি ফেরত দেননি বলেও দাবি করেছেন বাকিবুর।

ইডি-র দাবি, বিভিন্ন কোম্পানির মাধ্যমে রেশন দুর্নীতির টাকা পৌঁছেছে এই দুই অভিযুক্তের কাছে। সেই সূত্রে নাম উঠে এসেছে শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড এবং গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড নামে তিনটি কোম্পানির। ওই কোম্পানি খুলে জ্যোতিপ্রিয়র স্ত্রী মণিদীপা এবং মেয়ে প্রিয়দর্শিনীকে প্রথমে ডিরেক্টর করা হয়। তাঁদের নাম চার্জশিটে থাকবে কি না, তা এখনও জানা যায়নি। তবে বাঁকুড়ার দু’টি পার্টনারশিপ ফার্ম এম/এস এজে অ্যাগ্রোটেক এবং এম/এস রয়্যাল অ্যান্ড কোম্পানির মাধ্যমে টাকা ট্রান্সফার করে অভিযুক্তরা যে লাভবান হয়েছিলেন, তা উল্লেখ করা হতে পারে বলে ইডি সূত্রে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *